রিয়াজুল হক সাগর, রংপুর।
শুক্রবার বিকেল ৪.০০ টায় অভিযাত্রিক সাহিত্য ও সংস্কৃতি সংসদের ২২৭৭ তম সাপ্তাহিক সাহিত্য আসর অভিযাত্রিকের সিনিয়র সহ-সভাপতি তৈয়বুর রহমান বাবু- এর সভাপতিত্বে বইমেলা প্রাঙ্গণে অভিযাত্রিক স্টলে অনুষ্ঠিত হয়।
তাপস মাহমুদ -এর প্রাণবন্ত উপস্থাপনায় আসরে কবিতা পাঠ করেন তৈয়বুর রহমান বাবু, সালমা সেতারা, মতিয়ার রহমান, বিমলেন্দু রায়, জাহিদ হোসেন, লুৎফর রহমান, অঞ্জলী রাণী দেবী, রায়হান আহমেদ রিমন, মাসুম মোর্শেদ, রেজাউল করিম জীবন, তাপস মাহমুদ, মাহমুদ ইলাহী মন্ডল, মুরাদুজ্জামান হাবিব, বিশিষ্ট শিল্পী ফারহান শাহীল লিয়ন, রিয়াজুল হক সাগর, সিয়াবুল খানম সোহাগ, প্রমুখ। অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন জোসেফ আখতার, মাসুদ বিহঙ্গ।
পরিশেষে সভাপতির সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে আসর শেষ করা হয়।