মোঃ খাইরুল ইসলাম মুন্না, বেতাগী বরগুনা
বরগুনার বেতাগী উপজেলার বিবিচিনি ইউনিয়নের জনপ্রতিনিধিদের সাথে মতবিনিমিয় সভায় আয়োজন করে বাংলাদেশ রিসোর্চ ইমপ্রুভমেন্ট ট্রাস্ট-ব্রিট।
শুক্রবার (২৬ নভেম্বর) সকাল ১১টায় বিবিচিনিস্থ ব্রিট সেন্টারে আয়োজিত মতবিনিমিয় সভায় সভাপতিত্ব করেন ব্রিটের চেয়ারপারশন ও প্রধানমন্ত্রীর কার্যলয়ের এনজিও বিষয়ক ব্যুরো’র সাবেক পরিচালক আলহাজ্ব গোলাম মেজবাহ উদ্দিন-কবির। এ অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন উপজেলা চেয়ারম্যান মো: মাকসুদুর রহমান ফোরকান। আলোচক ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো: সুহৃদ সালেহীন, উপজেলা ভাইস চেয়ারম্যান মো: আমিরুল ইসলাম পিন্টু, বেতাগী থানার অফিসার ইনচার্জ মো: শাহ আলম হাওলাদার, বিবিচিনি ইউপি চেয়ারম্যান মো: নওয়াব হোসেন নয়ন, বেতাগী প্রেসক্লাবের সভাপতি সাইদুল ইসলাম মন্টু ও সাধারণ সম্পাদক লায়ন মো: শামীম সিকদার। বিবিচিনি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রভাষক মো: নজরুল ইসলাম’র সঞ্চালনায় এ সভায় বক্তৃতা করেন ইউপি সদস্য মো: মজিবুর রহমান খন্দকার, সৈয়দ রিয়াজ হোসেন, মো: রিয়াজ সিকদার, মো: মজিবুর রহমান মল্লিক, মো: রুহুল আমীন কালন, মো: জসিম উদ্দিন, মোর্শেদ হাসান নয়ন, ইউসুব আকন, শিমুলী আক্তার, মাকসুদা বেগম, ও জাকিয়া আক্তার। সভায় বিবিচিনি ইউনিয়কে আদর্শ ইউনিয়ন প্রতিষ্ঠায় বিভিন্ন প্রস্তাবনা উপস্থাপন করা হয়। পরে অতিথিবৃন্দ বিবিচিনি শাহী মসজিদ পরিদর্শন করেন।