ঢাকারবিবার , ১২ মার্চ ২০২৩
  • অন্যান্য
আজকের সর্বশেষ সবখবর

আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জোরপূর্বক ঘর উত্তোলন

এম এ অন্তর হাওলাদারঃ
মার্চ ১২, ২০২৩ ১০:৫৪ অপরাহ্ণ । ১৭ জন
Link Copied!
একাত্তর পোস্ট অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

এম এ অন্তর হাওলাদারঃ

ভোলার লালমোহনে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জোরপূর্বক ঘর উত্তোলনের অভিযোগ পাওয়া গেছে। উপজেলার ধলীগৌরনগর ইউনিয়নের ২নং ওয়ার্ড ভেদুরিয়া এলাকার আলী রাজ হাজী বাড়ীতে এ ঘটনা ঘটে। সরেজমিন পরিদর্শনে এবং ওই বাড়ীর মো. অলিউল্যাহ জানান আমাদের ক্রয়কৃত ও ওয়ারিশ সম্পত্তিতে দীর্ঘ প্রায় ১০০বছর পর্যন্ত ভোগ দখল করে আসছি। হঠাৎ এলাকার সিদ্দিকের নেতৃত্বে একদল দাঙ্গাবাজ লোক এসে আমাদের বাগানবাড়িতে জোর করে ঘর উত্তোলনের চেষ্টা করে। আমারা তাদেরকে বাধা দিয়ে ন্যায় বিচারের আসায় ভোলা আদালতে উক্ত সম্পতির উপর নিষেধাজ্ঞা মামলা করি। মামলা নং-১৫৩। মহামান্য আদালত উক্ত সম্পত্তির উপর নিষেধাজ্ঞা জারী করে। শুক্রবার সকালে সিদ্দিকের নেতৃত্বে আলাউদ্দিন, মির্জা রতন, মাহমুদুল হাসান বাবুল, ওয়ারেস মাস্টার, শফিউল্যাহ, মহব্বত, খোকন, সেলিম, আকলিমা, চানবাদশাসহ অনান্যরা জোর করে বাগানের গাছ কাটা শুরু করে। আমরা ৯৯৯ এ কল করলে তারা লালমোহন থানার ওসির সাথে কথা বলতে বলে। লালমোহন থানার ওসির সাথে কথা বলার পর থানা থেকে ফোর্স আসলে তারা কাজ বন্ধ করে। ততক্ষণে প্রায় ১০০ গাছ কেটে ফেলে। ফোর্স যাওয়ার পর তারা আবার কাজ শুরু করে। আমরা আবার ৯৯৯ এ কল করলে লালমোহন থানার ওসি আমাদের উপর বিরক্ত হন। এরপর আমরা অতিরিক্ত পুলিশ সুপার (লালমোহন সার্কেল) এর সাথে যোগাযোগ করলে তিনি সিদ্দিক গংদের বিরুদ্ধে পূন:রায় মামলা দেয়ার জন্য বলেন। এরই মধ্যে তার গাছ কেটে ২চালার ছোট ১টি ঘর উত্তোলন করে। মো. অলিউল্যাহ আরো বলেন- আমি শান্তি চায় এবং ন্যায় বিচার চাই। এভাবে জোর করে আইনকানুন না মেনে বাগানের গাছ কেটে ঘর উত্তোলন যেন জোর যার মুল্লুক তারই মত। অভিযুক্ত সিদ্দিককের সাথে বারবার যোগাযোগের চেষ্টা করে তাকে না পাওয়ার কারনে তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।