ঢাকাশুক্রবার , ১৯ নভেম্বর ২০২১
আজকের সর্বশেষ সবখবর

আমতলীতে গাঁজা সহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

Rahim
নভেম্বর ১৯, ২০২১ ১০:০৩ পূর্বাহ্ণ । ৬৭ জন
Link Copied!
একাত্তর পোস্ট অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোঃ ইমরান হোসাইন, আমতলী (বরগুনা) প্রতিনিধিঃ

বরগুনা জেলার আমতলীতে ৩০০ গ্রাম গাঁজাসহ কামাল হাওলাদার নামের গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

বৃহস্পতিবার রাতে আমতলী ইউনিয়ন এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

জানাগেছে, উপজেলার আমতলী ইউনিয়নের কামাল হাওলাদার পিতা: চাঁন মিয়া হাওলাদার সাং সেকেন্দারখালি দীর্ঘ দিন ধরে মাদক বিক্রি করে আসছিল। বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে আমতলী থানার এস আই দাদনের নেতৃত্বে পুলিশ তাকে আমতলী ইউনিয়ন থেকে গাঁজা সহ গ্রেফতার করে। এ সময় তার শরীর তল্লাশী করে ৩০০ গ্রাম গাঁজা জব্দ করা হয়েছে। এ ঘটনায় আমতলী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা হয়।

আমতলী থানার ওসি একেএম মিজানুর রহমান বলেন, আসমাী কামাল হাওলাদার এ ব্যাপারে মাদক আইনে মামলা হয়েছে।মামলা নং ১৩(১১)২১ তাং ১৯/১১/২১।