ঢাকাবুধবার , ৬ অক্টোবর ২০২১
আজকের সর্বশেষ সবখবর

আমার সোনার বাংলা | সুমন্ত সরকার (আকাশ)

দৈনিক বাংলাদেশ জনপদ
অক্টোবর ৬, ২০২১ ২:০৭ পূর্বাহ্ণ । ৪৩৪ জন
Link Copied!
একাত্তর পোস্ট অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

লেখক – সুমন্ত সরকার ( আকাশ ) :-

একদিন এসেছিলাম,
এই প্রকৃতির কোলে
হয়তো একদিন,
এই প্রকৃতিকে ছেড়ে চলে যাবো না ফেরার দেশে।
হয়তো মানুষ রুপে নয়
অন্য কোন রূপে,
আমি আবার ফিরতে চাই এই সোনার বাংলায়।
হয়তো জৈষ্ঠ্য মাসের, আমের গায়ের বরণ রূপে,
হয়তো বকুল ফুলের রূপে সুমধুর কন্ঠের,কোকিলের রূপে হয়তো -বা ঝিঁঝির বেশে,
আমি আবার ফিরে আসবো, এই সোনার বাংলায়।
হয়তো-বা শালিক বুলবুলির বেশে,
আষাঢ় মাসের বাদলা দিনের মতো,
আধার রাতের আলো ছড়ানো
জোনাকির বেসে,
ভন ভন আওয়াজ করা
বুনো মশকের মতো,
বাঁশবনে বসে ডাকা
কানা কুয়োর মতো,
হয়তো-বা শিমুলের ডালে বসা লক্ষ্মীপেঁচার রূপে,
ঘরের চালে বসা মরনের দূত রূপি,
হুতুমের বেসে
সন্ধ্যার বাতাসে উড়ার সুদর্শনের বেশে,
হয়তো শঙ্খচিলের বেশে
ভোরের কাকের বেশে,
কুয়াশার বুকে ভেসে,একদিন
আমি আবার ফিরে আসবো
এই সোনার বাংলায়।
রাঙা মেঘ সাতরে ঘরে আসা
ধবল বকের পানে যখন দেখিবে
ইহাদের মাঝে তুমি,
আমায় খুঁজিয়া পাইবে।