এরশাদুল ইসলাম, বান্দরবান প্রতিনিধি :-
বান্দরবান এর লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়ন এর অন্তর্গত ২৮৪ নং ইয়াংছা মৌজা’য় বন্যায় ক্ষতিগ্রস্ত দরিদ্র ও অসহায় ৩৪টি পরিবারের মাঝে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব বীর বাহাদুর উশৈসিং এমপি মহোদয় এর উপহার সামগ্রী হিসেবে নগদ অর্থ বিতরণ করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে জনাব মাহবুবুর রহমান পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব বীর বাহাদুর উশৈসিং এমপি মহোদয় এর বিভিন্ন উন্নয়ন মূলক কথা তুলে ধরেন। এবং সবাই কে মাক্স পরিধান করতে বলেন স্বাস্থ্য বিধিনিষেধ মেনে সবাই কে চলাচল করার জন্য অনুরোধ করেন।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা পরিষদের সম্মানিত সদস্য বীর মুক্তিযোদ্ধা জনাব, মাহবুবুর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বৃহত্তর ৩নং ফাঁসিয়াখালী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য জনাব মাস্টার শহিদুজ্জামান,৩নং ফাঁসিয়াখালী ইউনিয়ন পরিষদ এর সম্মানিত চেয়ারম্যান জনাব জাকের হোসেন মজুমদার, ইউপি সদস্য আপ্রুচিং মার্মা, ইউপি সদস্য কামাল উদ্দিন, ইউপি সদস্য আনাই মার্মা সুমি, লামা উপজেলা ছাত্র লীগের সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ শাহিন, সরকারি মাতামুহুরি কলেজ ছাত্র লীগের সাধারণ সম্পাদক জনাব নাদিম চৌধুরী, ইয়াংছা ইউনিট ছাত্র লীগের সভাপতি জনাব কপিল উদ্দিন, ইয়াংছা ইউনিট ছাত্র লীগের সহসভাপতি মোঃ নোমান, ও ভুক্তভোগী পরিবারের সদস্য বৃন্দ।
উক্ত অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে জনাব জাকের হোসেন মজুমদার আওয়ামী লীগের বিভিন্ন উন্নয়ন মূলক কাজের কথা তুলে ধরেন।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব জাকের হোসেন মজুমদার।