পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেবেন ভোলার চরফ্যাশন ও মনপুরা উপজেলার ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতাকর্মীরা।
আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপির নেতৃত্বে এ দুই উপজেলার আওয়ামী লীগের সহযোগী ও ভাতৃপ্রতিম সংগঠনগুলোর নেতারা চারটি লঞ্চে করে শুক্রবার সন্ধ্যায় রওনা হবেন।
উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে সব ধরনের প্রস্তুতি সম্পন্নের কথা জানিয়েছেন এমপি জ্যাকব।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানাতে চরফ্যাশন ও মনপুরা উপজেলা থেকে হাজার হাজার মানুষ যাবেন।
এমপি জ্যাকব আরও জানান, পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে চারটি লঞ্চ রিজার্ভ করা হয়েছে। শুক্রবার সন্ধ্যায় লঞ্চগুলো ছেড়ে যাবে। তবে সময় কিছুটা আগে-পরেও হতে পারে। চরফ্যাশন বেতুয়া টার্মিনাল থেকে দুটি লঞ্চ, মনপুরা থেকে একটি ও ঘোষেরহাট থেকে একটিসহ মোট চারটি লঞ্চ যাবে। সবার খাবারের ব্যবস্থা লঞ্চেই করা হয়েছে।