বেতাগী (বরগুনা প্রতিনিধি)
বরগুনার বেতাগীতে সংক্ষিপ্ত সিলেবাসে গ্রুপভিত্তিক বিজ্ঞান বিভাগের আজ সোমবার বেলা সাড়ে ১১ টায় জীব বিজ্ঞান ও উচ্চতর গণিতের পরীক্ষা শেষ হয়েছে। তাই পরীক্ষা শেষে পরীক্ষা ভেন্যুর কাছেই শিক্ষার্থীরা আনন্দে মাতোয়ারা উঠেছে।
জানা গেছে, বৈশ্বিক মহামারি করোনা’র কারণে গত বছরের ১৭ মার্চ থেকে এবছরের ১১ সেপ্টেম্বর মাস দীর্ঘ ৫৪৪ দিন পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ছিল। এরপর গত ১২ সেপ্টেম্বর থেকে স্বাস্থ্যবিধি মেনে বিশেষ বিধি নিষেধের আলোকে শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদান শুরু হয়।
মাউশির নির্দেশ মোতাবেক ২০২১ সালের শিক্ষার্থীদের গ্রুপের বিষয়গুলোর উপর সংক্ষিপ্ত সিলেবাসে পাঠাদান শুরু করা হয়। বিজ্ঞান বিভাগের পদার্থ, রসায়ন, জীব বিজ্ঞান বা উচ্চতর গণিতে বহুনির্বাচনি ১২ নম্বর, সৃজনশীল প্রশ্নে ২০ নম্বর। এতে সময় নির্ধারণ করা হয় ১ ঘন্টা ৩০ মিনিট।
বেতাগী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে কেন্দ্রে বিজ্ঞান বিভাগে ১ শ ৯২ জন শিক্ষার্থী অংশ নেয়। আজ সোমবার জীব বিজ্ঞান ও উচ্চতর গণিত পরীক্ষা শেষে শিক্ষার্থীরা আনন্দে মেতে উঠে। এসময় তাঁরা একে অপরকে জড়িয়ে ধরে আবির ও রং মেখে উল্লাস করতে দেখা গেছে।
বেতাগী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞানের পরীক্ষার্থী পল্লব, সোহান, রনি, আসিফ জানায়, মহামারি করোনা কারণে আমরা পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবো এটা কখনো ভাবিনি। আজ পরীক্ষা শেষ। আজ বিদ্যালয়ের শেষ দিন। তাই আমরা আনন্দ করছি। ‘
বেতাগী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রের সচিব মো. গোলাম কবির জানায়, এবার বিজ্ঞানের ব্যবহারিক পরীক্ষা নিজ নিজ বিদ্যালয় শিক্ষক নিবেন। ভেন্যুগুলোতে কোন ব্যবহারিক পরীক্ষা হচ্ছে না। ‘