কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি |
কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার জালালপুর ইউনিয়নের ৭৪ নং ফেকামারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। আজ দিনব্যাপি ক্যাম্পে প্রায় ৭০০শতাধিকের বেশি অসহায়, দরিদ্র মানুষকে চিকিৎসা ও ওষুধ দেয়া হয়েছে।ফ্রি মেডিকেল ক্যাম্পে বিনামূল্যে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ, দাতের সমস্যা নিয়ে সকল প্রকার পরীক্ষা, কিডনি পরীক্ষা,ডায়াবেটিস পরীক্ষা,ব্লাড প্রেশার পরীক্ষা করা,মেডিসিন, ডায়াবেটিস,রক্তের গ্রুপ নির্নয়, হেপাটাইটিস বি ভাইরাস পরিক্ষা, জন্ডিস পরিক্ষাসহ বিভিন্ন বিষয়ে এবং অন্যান্য সব পরীক্ষায় ৪০ শতাংশ ছাড়,অসহায়, দরিদ্র রোগীকে চিকিৎসা সেবা ও পরামর্শ দেওয়া হয়। কটিয়াদী রক্তদান সমিতির সমন্বয়ক বদরুল আলম নাঈম এই ক্যাম্পের আয়োজন করেছেন। মেডিসিন সাপোর্ট পার্টনার ছিলেন মেডিপ্লাস টুথপেষ্ট ফার্মাসিউটিক্যাল লিঃ। উক্ত ক্যাম্পে সকাল ৮টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত চিকিৎসা দেওয়া হয়। কেয়ার ডেন্টাল ইউনিটের পরিচালক ডাঃ মুরাদ হোসেনের পরিচালনায় ক্যাম্পে ফ্রি চিকিৎসা নিতে আশেপাশের ১৫টি গ্রাম থেকে ভিড় করেন মানুষ। স্বাস্থ্যবিধি মেনে সবাইকে চিকিৎসা দিতে বিভিন্ন হাসপাতালের ৪ জন ডাক্তার নিয়োজিত ছিলেন। কটিয়াদী রক্তদান সমিতির সমন্বয়ক বদরুল আলম নাঈম বলেন,মানুষের সেবায় সবসময় রক্তদান সমিতি করছেন।প্রতিবছর যেন এই কার্যক্রম চালু থাকে সেই প্রত্যাশা ব্যক্ত করেন তিনি। পর্যায়ক্রমে ধাপেধাপে উপজেলায় সবগুলো ইউনিয়নে এর পরিধি ছড়িয়ে দেয়ার আহবান জানান তিনি। এসময় উপস্থিত ছিলেন মেডিপ্লাস টুথপেস্ট ফার্মাসিউটিক্যাল লিঃ এর প্রতিনিধি পরিমল দেবনাথ,হেলথ কেয়ার ফার্মাসিউটি ক্যাল লিঃ এর প্রতিনিধি রাকিব হোসেন, স্কয়ার ফার্মাসিউটিক্যাল লিঃ এর প্রতিনিধি মোঃ গুলজার,এসকেএফ ফার্মাসিউটিক্যাল লিঃ এর প্রতিনিধি ফারুক আহমেদসহ,কেয়ার ডেন্টাল ইউনিটের বিভিন্ন কর্মকর্তা ও রক্তদান সমিতির কর্মচারীরা উপস্থিত ছিলেন।