ঢাকাশুক্রবার , ১৯ নভেম্বর ২০২১
আজকের সর্বশেষ সবখবর

করোনার গুজবের কোন ভিত্তি নাই

Rahim
নভেম্বর ১৯, ২০২১ ৪:৪৪ অপরাহ্ণ । ৪৩ জন
Link Copied!
একাত্তর পোস্ট অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোঃ ইমরান হোসাইন আমতলী (বরগুনা) প্রতিনিধিঃ

কোভিড-১৯ পৃথিবীর সকল মানুষের কাছে এক ভয়াবহ আতঙ্কের নাম ।যে রোগের ভয়ে অবরুদ্ধ হয়েছিলো গোটা পৃথিবী তবে অনেকদিন গবেষণার পর আবিষ্কৃত হয়েছে এ রোগের ভ্যকাসিন এবং বাংলাদেশে এ ভ্যাকসিন প্রদান শুরু হয় ২০২১ সালের ফেব্রুয়ারী তে। তবে এটা নিয়ে গ্রামের মানুষদের মধ্যে শুরু হয় বিভ্রান্তি। বিভিন্ন ধরনের কথা এটা নিয়ে প্রচলিত হয় অনেকে বলে টিকা নিলে মানুষ বন্ধ্যা হয় হার্ট আ্যাটাক হয় কিডনি পচে যায়। আমতলী উপজেলার পাশবর্তী বিভিন্ন গ্রামের মানুষ এখনও ভয়ে টিকা নিতে চান না তারা বলেন এটা না দিলে তাদের কোনো সমস্যা ই হবেনা বরং নিলে তারা ক্ষতির সম্মুখীন হবেন।

আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল মোনায়েম সাদ বলেন, এই গুজবগুলো ভুল কারন করোনা টিকা দেহের কোন ক্ষতি করে না বরং এটি দেহের করোনা ভাইরাস এর বিরুদ্ধে কাজ করার জন্য সক্ষম করতে সহায়তা করে।তিনি সবাইকে করোনা টিকা গ্রহনের আহবান জানান। করোনা গুজবকে পরিহার করে সবার উচিত করোনার টিকা গ্রহন করে নিজেকে সুরক্ষিত রাখা এবং অন্যকে সুরক্ষিত থাকতে সহায়তা করা।
রুমানা , ফেলো বিএনএনআরসি ও রেডিও কৃষি ৯৮.৮ এফএম
আমতলী, বরগুনা