কলাপাড়া(পটুয়াখালী) প্রতিনিধি |
পটুয়াখালীর কলাপাড়া উপজেলার ধানখালী
ইউনিয়নে লাইসিয়াম ক্যাডেট স্কুলের শুভ উদ্বোধন করা হয়। সোমবার সকাল ১০ টায় ইউনিয়নের কোডেক বাজারে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে এ স্কুলটির
উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
গাজী আসাফ উদদৌলা’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ধানখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ রিয়াজ তালুকদার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্কুলের পরিচালক জয়নুল আবেদীন, গাজী রিয়াজ, রফিকুল ইসলাম,
মহিন শরীফ প্রমুখ। স্কুলের দুই শিক্ষক মো.ইমরান ও জিন্নাত সুলতানার উপস্থাপনায় স্কুলের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
জানাগেছে, প্লে থেকে ৫ম শ্রেনী প্রযন্ত চমৎকার লোকেশনে ২৫০ জন শিক্ষার্থী নিয়ে পাঠদান শুরু করলেন স্কুলটি।