ঢাকাবৃহস্পতিবার , ১৬ মার্চ ২০২৩
  • অন্যান্য
আজকের সর্বশেষ সবখবর

কলাপাড়ায় কচুরিপানার মধ্য থেকে এক যুবকের মরদেহ উদ্ধার

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি |
মার্চ ১৬, ২০২৩ ৬:৩৮ অপরাহ্ণ । ১২ জন
Link Copied!
একাত্তর পোস্ট অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি |

পটুয়াখালীর কলাপাড়ায় নিখোঁজের তিনদিন পর
একটি খালের কচুরিপানার মধ্য থেকে মো.দোলন গাজী (২৬) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার দুপুর ১২ টার দিকে উপজেলার ধানখালী ইউনিয়নের তাপবিদ্যুৎ কেন্দ্র সংলগ্ন খাল থেকে কলাপাড়া থানা এবং পিবিআই পুলিশের একটি টিম তার লাশটি উদ্ধার করে। নিহত দোলন গাজী ওই ইউনিয়নের
লোন্দা গ্রামের মো.ফোরকান গাজীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত সোমবার সে নিঁখােজ হলে মঙ্গলবারতার পরিবার থানায় একটি সাধারন ডায়েরী করেন। পরে তিনদিন পর তাপবিদ্যুতের পাশে খালের কচুরিপানার মধ্য থেকে লাশটি উদ্ধার করা হয়। তবে লাশটিতে আঘাতের চিহ্ন ছিল বলে জানা গেছে ।
কলাপাড়া থানার ওসি মো.জসিম জানান, জিজ্ঞাসাবাদের জন্য দু’জনকে আটক করা হয়েছে। লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তদন্ত শেষে আইনানুগ
ব্যবস্থা নেয়া হবে বলে তিনি সাংবাদিকদের জানান।