নাজমুল হোসেন, গাজীপুর প্রতিনিধি :-
কালিগঞ্জ থানার ওসি এর তথ্য মতে উলুখোলা পুলিশ ক্যাম্পে ইনচার্জ এস আই মোঃ জাকির হোসেন এর নেতৃত্বে কালীগঞ্জ থানাধীন মধ্য পানজোড়া গ্রামে অভিযান চালানো হয় । আঃ কাইয়ুম এর পরিত্যক্ত দোকানের চৌচালা টিনের মাটির ঘরের দক্ষিন পাশে ইটের সলিং রাস্তার উপর মাদক ব্যবসায়ীদের একটি চক্র মাদকদ্রব্য হেরোইন ক্রয় বিক্রয় করা হয় । উক্ত সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে উপস্থিত হইলে কয়েকজন মাদক ব্যবসায়ী পুলিশের উপস্থিতি টের পাইয়া দৌড়াইয়া পালানোর চেষ্টা করা কালে এস আই জাকির এবং কয়েক জন পুলিশ কর্মকর্তার সহায়তায় ৪ জন কে গ্রেফতার করে। আসামীরা হলো যথাক্রমে ১. কামাল পাঠান উরফে মানজু (৩৮), ২. সজিব সিকদার (৩২), ৩. মাসুম মিয়া (৩০), ৪. ইয়াজ উদ্দিন শেখ (৪২), তাদের নিকট হইতে ৪০০ (চারশত) গ্রাম হেরোইন। যার অবৈধ বাজার মূল্য অনুমান-৪০,০০,০০০/- (চল্লিশ লক্ষ) টাকা উদ্ধার করা হয় এবং আসামী দের গ্রেফতার করে আদালতে প্রেরন করা হয়।তাদের বিরুদ্ধে কালীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে যার নং-১১(০৯)২০২১.
এই সময়ে এস আই জাকির হোসেন জানান তাদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে , এবং তাদের দেয়া তথ্যের ভিত্তিতে আরো অভিযান চালানো হবে।