ঢাকাবৃহস্পতিবার , ১৬ মার্চ ২০২৩
  • অন্যান্য
আজকের সর্বশেষ সবখবর

কাল কলাপাড়ায় ৫ টি ইউনিয়ন পরিষদ নির্বাচন, কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হচ্ছে ইভিএম মেশিনসহ নির্বাচনী সরঞ্জাম

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি |
মার্চ ১৬, ২০২৩ ৬:৪৭ অপরাহ্ণ । ২৭ জন
Link Copied!
একাত্তর পোস্ট অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি |

কাল বৃহস্পতিবার পটুয়াখালীর কলাপাড়ায় ৫ টি
ইউনিয়নের ইউপি নির্বাচন। কঠোর নিরাপত্তার মধ্যদিয়ে কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হচ্ছে ইভিএম মেশিনসহ নির্বাচনী সরঞ্জাম। বুধবার সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলা নির্বাচন অফিস কার্যালয় থেকে এসব উপকরণ বিতরণ করা হয়।
প্রতিটি ইউনিয়ন নিরাপত্তার চাঁদরে ডেকে দিয়েছে প্রশাসন। নাশকতামূলক কর্মকান্ড নিয়ন্ত্রনে র‌্যাব, পুলিশ, বিজিবি ও আনসার সদস্য ছাড়াও ভ্রাম্যমান নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোতায়ন করা হয়েছে।
উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার কলাপাড়া উপজেলার ধানখালী, চম্পাপুর, বালিয়াতলী, মিঠাগঞ্জ ও ডালবুগঞ্জ ইউনিয়নের ইউপি নির্বাচন অনুষ্ঠিত হবে। সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত ৪৫ টি
ওয়ার্ডের ৪৫ টি কেন্দ্রে বিরতিহীনভাবে চলবে এসব ইউনিয়ন পরিষদের ভোট গ্রহন। নির্বাচনে ৫৭ হাজার ৩শ‘ ৩০ জন ভোটারের বিপরীতে ২০ জন চেয়ারম্যান
পদে, ১শ‘ ৪১ জন সাধারন সদস্য পদে ও ৫০ জন সংরক্ষিত নারী সদস্য পদে প্রতিদ্বন্ধীতা করছেন।
কলাপড়া উপজেলা নির্বাচন অফিসার আবদুল রশিদ জানান, উপজেলার ৫টি ইউনিয়নের নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আশাকরি সুন্দর একটি নির্বাচন
উপহার দিতে পারবো।