ঢাকাশনিবার , ১১ ফেব্রুয়ারি ২০২৩
  • অন্যান্য
আজকের সর্বশেষ সবখবর

কাল চরফ্যাশনে আসছেন কেন্দ্রীয় যুবদল নেতা নূরুল ইসলাম নয়ন

মোঃ শাহীন কাদের |
ফেব্রুয়ারি ১১, ২০২৩ ১২:৫৫ পূর্বাহ্ণ । ৩২ জন
Link Copied!
একাত্তর পোস্ট অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোঃ শাহীন কাদের ৷৷ 

কাল ভোলার চরফ্যাশনে আসছেন সদ্য কারা মুক্ত, কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য, কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি ও চরফ্যাশন-মনপুরার মা, মাটি ও মানুষের সন্তান মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন।শনিবার (১১ ফেব্রুয়ারী) সকালে সে কেন্দ্রীয় বিএনপির ঘোষিত যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে ইউনিয়ন পর্যায় পদযাত্রায় যোগ দিতে দুই দিনের সফরে চরফ্যাশনে আসছেন।

চরফ্যাশন উপজেলা বিএনপি সূত্রে জানাযায়, সদ্য কারা মুক্ত কেন্দ্রীয় বিএনপি’র নির্বাহী কমিটির সদস্য ও কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন, গ্যাস-বিদ্যূৎ-চাল-ডালসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে গণতন্ত্র পুনরুদ্ধার, সরকারের পদত্যাগসহ ১০ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে কেন্দ্রীয় যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে আগামীদিন ১১ ফেব্রুয়ারি সারাদেশে ইউনিয়ন পর্যায়ে পদযাত্রা অনুষ্ঠিত হবে। ইউনিয়ন পর্যায়ে পদযাত্রায় যোগ দিতে তিনি দুই দিনের সফরে চরফ্যাশন আসছেন।