জুয়েল ফরাজী, কুয়াকাটা (পটুয়াখালী) |
সূর্য উদয় এবং সূর্যাস্তের বেলাভূমি সাগরকন্যা কুয়াকাটা পর্যটকদের কাছের প্রিয় একটি পর্যনট কেন্দ্র। এ পর্যটন কেন্দ্রে যেসব হোটেল-মোটেলে দায়িত্বরত ম্যানেজার রয়েছে তাদের সংগঠনের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার ১০ই রমজান কুয়াকাটা হোটেল গ্রেভার ইন ইন্টারন্যাশনাল এর হলরুমে ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন হয়েছে।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ আনোয়ার হোসেন হাওলাদার, মেয়র, কুয়াকাটা পৌরসভা, মোতালেব শরীফ, সাধারণ সম্পাদক, হোটেল মোটেল ওনার্স এসোসিয়েশন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাসনাইন পারভেজ, টুরিস্ট পুলিশ অফিসার কুয়াকাটা, জিয়া শেখ, ম্যানেজিং ডাইরেক্টর, হোটেল সৈকত, নাসির উদ্দিন বিপ্লব, সভাপতি, কুয়াকাটা প্রেসক্লাব, জহিরুল ইসলাম মিলন, সাধারণ সম্পাদক কুয়াকাটা প্রেসক্লাব, রুমান ইমতিয়াজ তুষার, সভাপতি, টোয়াক, কেএম জহির, সাধারণ সম্পাদক, টোয়াক, ফয়জুল করিম, জেনারেল ম্যানেজার, হোটেল খান প্যালেস।
ইফতারের পরে সংক্ষিপ্ত আলোচনা রাখেন, মেয়র, আনোয়ার হোসেন হাওলাদার, হোটেল মোটেল ওনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক, মোতালেব শরীফ, কুয়াকাটা প্রেসক্লাব সভাপতি, নাসির উদ্দিন বিপ্লব, সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম মিরন, টোয়াক প্রেসিডেন্ট, রুমান ইমতিয়াজ তুষার, টোয়াক সাধারণ সম্পাদক কেএম জহির সহ অন্যান্যরা।
বক্তারা সংগঠনের উত্তরোত্তর সাফল্য কামনা করেন এবং নানা দিকনির্দেশনামূলক পরামর্শ দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।