ঢাকাবৃহস্পতিবার , ৯ মার্চ ২০২৩
  • অন্যান্য
আজকের সর্বশেষ সবখবর

কুড়িগ্রামে বাক প্রতিবন্ধী শিশুকে নিয়ে বিপাকে পুলিশ

মোস্তাফিজার রহমান জাহাঙ্গীর, কুড়িগ্রাম ।
মার্চ ৯, ২০২৩ ১০:১২ অপরাহ্ণ । ১৯ জন
Link Copied!
একাত্তর পোস্ট অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোস্তাফিজার রহমান জাহাঙ্গীর, কুড়িগ্রাম ।
কুড়িগ্রাম পৌরশহরের ঘোষপাড়া এলাকায় বাক প্রতিবন্ধী এক ছেলের কান্না দেখে তাকে উদ্ধার করে হেফাজতে নিয়েছে সদর থানা পুলিশ।
বুধবার (৮ মার্চ) রাত ৭টার দিকে শিশুটিকে উদ্ধার করা হয়। পুলিশ ও স্থানীয়রা জানান, সন্ধ্যার পরে কুড়িগ্রাম শহরের ঘোষপাড়া জামে মসজিদের সামনে বাক প্রতিবন্ধী শিশুটি কান্না করছিল। উপস্থিত লোজজনের ভিড় থেকে সদর থানার একটি মোবাইল টিম গিয়ে শিশুটিকে উদ্ধার করে। পরে পুলিশ শিশুটিকে থানা হেফাজতে নেন। কথা বলতে না পারায় তার নাম ঠিকানা পাওয়া যাচ্ছে না। বর্তমানে শিশুটি থানায় রয়েছে। বাক প্রতিবন্ধী হওয়ায় শিশুটিকে নিয়ে বিপাকে রয়েছে পুলিশ।
কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মোহাম্মদ শাহারিয়ার জানান, বাক প্রতিবন্ধী ছেলেটি আজকে কুড়িগ্রাম শহরে ঘোষপাড়া এলাকায় কান্না করা দেখে পুলিশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। সে কোন কথা বলতে পারে না। শিশুটিকে কেউ চিনে থাকলে সদর থানায় যোগাযোগ করার জন্য অনুরোধ করছি।