ঢাকাশুক্রবার , ১৭ মার্চ ২০২৩
  • অন্যান্য
আজকের সর্বশেষ সবখবর

কুড়িগ্রামে মালিক বিহীন প্রাইভেট কার উদ্ধার

মোস্তাফিজার রহমান জাহাঙ্গীর, কুড়িগ্রাম ।
মার্চ ১৭, ২০২৩ ১১:১৬ অপরাহ্ণ । ১২ জন
Link Copied!
একাত্তর পোস্ট অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

 মোস্তাফিজার রহমান জাহাঙ্গীর, কুড়িগ্রাম ।
কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় বিশেষ অভিযানে মালিক বিহীন পরিত্যক্ত অবস্থায় একটি সাদা রঙের প্রাইভেট কার উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (১৫ মার্চ) দুপুরে এ তথ্য নিশ্চিত করছেন ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলুর রহমান। এর আগে মঙ্গলবার দিনগত রাতে প্রাইভেট কারটি উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, ফুলবাড়ী থানার পুলিশের উপপরিদর্শক (এসআই) মোঃ এনামুল হক সঙ্গীয় ফোর্সসহ মঙ্গলবার দিনগত রাতে রাত্রিকালিন জরুরী ও বিশেষ অভিযানে ডিউটি করার সময় ফুলবাড়ী উপজেলার  ৬নং কাশিপুর ইউনিয়নের উত্তর কাশিপুর গ্রামের মোঃ আঃ মালেকের বসত বাড়ির বাহিরে রাস্তা সংলগ্ন থেকে একটি সাদা রঙের প্রাইভেট কার মালিক বিহীন পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়।
যার রেজিস্ট্রেশন নং ঢাকা মেট্রোঃ গ-১৫-৮৭৮২, চেচিস নং ঊঊ১১১-৫০৬৭০৫২, ইঞ্জিন নং-৪ ঊ-২৯৩০৫৮১,যার আনুমানিক মূল্য ৫ লাখ টাকা। উদ্ধার প্রাইভেট কারটি জব্দ তালিকা মূলে জব্দ করা হয়। তবে প্রাইভেটকারটির মালিকের সন্ধান পাওয়া যায়নি। প্রাইভেট কারটির বিষয়ে দেশের সকল থানা বরাবর বেতার বার্তা প্রেরণ করাসহ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলুর রহমান বলেন, পরিত্যক্ত অবস্থায় মালিকবিহীন প্রাইভেট কারটি উদ্ধার করা হয়েছে। এখনো মালিকের সন্ধান পাওয়া যায়নি। তবে আশা করছি সন্ধান পাওয়া যাবে। তার পরেই আসল ঘটনা জানা যাবে।