ঢাকাশনিবার , ১৯ মার্চ ২০২২
আজকের সর্বশেষ সবখবর

কুয়াকাটায় ভাইরাল ‘দৈনিক ইন্তেকাল’ পত্রিকার আবুল মিয়ার আসল রহস্য

জুয়েল ফরাজী, কুয়াকাটা প্রতিনিধি
মার্চ ১৯, ২০২২ ৯:৫৫ অপরাহ্ণ । ৯২৭ জন
Link Copied!
একাত্তর পোস্ট অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সামাজিক মাধ্যম ভাইরাল ‘দৈনিক ইন্তেকাল’ নামের একটি প্রেস কার্ড । ‘আবুল মিয়া’ নামের নিচে সাংবাদিক লেখা। শনিবার (১৯ জানুয়ারি) বিকেলে কার্ডটি অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিভিন্ন ভাবে পোস্ট করেন এবং পোস্টের নিচে হাস্যরসাত্মক নানান মন্তব্য লিখছেন।
খবর নিয়ে জানা যায়, বর্তমানে অনেক ভুঁইফোড় সংবাদ মাধ্যম ও সাংবাদিকের দেখা মেলে, যারা শিক্ষা ও যোগ্যতা ছাড়াই সাংবাদিকতার পরিচয় দিয়ে করছে নানা অপকর্ম। তাদের রোষানলে পড়তে হচ্ছে সাধারণ মানুষ ও প্রবীণ সাংবাদিকদের। তাই এমন একটি চরিত্র তুলে ধরে সমাজের চোখ খুলে দিতে তাদের এ আয়োজন। সমাজের সত্যিকারের সাংবাদিকদের সম্মান ও মর্যাদা বজায় রেখে কনটেন্টটি তৈরি করা হয়েছে বলে জানান অভিনেতা সাদ্দাম মাল।
তিনি আরো বলেন, আমরা মূল ধারার সাংবাদিকদের সমাজের আয়না হিসেবে দেখি। সত্যিকারের কলমযোদ্ধাদের সম্মান গল্পে সমুন্নত রেখেছি। এ গল্পে আমি সমাজের হলুদ সাংবাদিকতা করা একজন আবুল মিয়া, যিনি সবসময় মানুষের সঙ্গে সাংবাদিকতাকে পুঁজি করে প্রতারণা করে আসছে। একটি সময় এ চরিত্রের লোককে সবাই চিনে ফেলে এবং আইনের হাতে সোপর্দ করে।
তিনি বলেন, কার্ডটা দেখে অনেকেই বিভ্রান্তিতে পড়েছেন। তবে আমি আশা করি আমাদের এই কনটেন্ট শিগগির রিলিজ হবে। পুরো কনটেন্টটি দেখলে আশা করি সবার ভুল ভেঙে যাবে।

error: Content is protected !!