মোঃআসাদুল ইসলাম গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ-
গাইবান্ধার কারিগরি শিক্ষার অধিদপ্তরের ও বাংলাদেশ এমপব্রায়ার্স ফেডারেশন উদ্যোগে আবাসিক উদ্দ্যাক্তা ও ব্যবসা উন্নয়ন পরিকল্পনা বিষয়ে ১০দিনব্যাপী এক কর্মশালার সমাপনী দিনে মূল্যায়ন সভা ও পুরুস্কার বিতরণ করা হয়। আজ টিটিসি’র হল রুমে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পুলিশ সুপার মুহাম্মদ তৌহিদুল ইসলাম। অনুষ্ঠানে বক্তব্য রাখেন টিটিসি’র অধ্যক্ষ প্রকৌশলী আব্দুর রহিম, বিসিকের সম্প্রসারণ কর্মকর্তা আব্দুল্লাহ আল ফেরদৌস, আইএলওর প্রতিনিধি গুঞ্জন ডালাকোটি, বাংলাদেশ এমপব্রায়ার্স ফেডারেশনের প্রধান প্রশিক্ষণ কর্মকর্তা জোহা জামিলুর রহমান, আসিফ মো: তমাল, মো: আনিসুজ্জামান, বিপ্লব কুমার প্রমুখ। বক্তারা বলেন, চাকরির পাশাপাশি দক্ষতা অর্জন করে কর্মক্ষেত্র সৃষ্টি করে যেনো বেশি মানুষকে চাকরি দিতে পারে এই জন্যও তরুণদের উচিত উদ্যোক্তা দক্ষতা প্রশিক্ষণ নেয়া। এতে কর্মসংস্থান তৈরির কাজটি কয়েকধাপে এগিয়ে যাবে।
এই প্রশিক্ষনের ২৫জন উদ্দোক্তা অংশ নেয়। পরে অতিথি বৃন্দের হাত থেকে সার্টিফিটেক ও ক্রেষ্ট গ্রহন করে।