ঢাকাশনিবার , ৪ ডিসেম্বর ২০২১
  • অন্যান্য
আজকের সর্বশেষ সবখবর

গাইবান্ধা সুন্দরগঞ্জে দুই মাদক ব্যবসায়ির জেল ও জরিমানা

Rahim
ডিসেম্বর ৪, ২০২১ ২:৪৬ অপরাহ্ণ । ৩৬ জন
Link Copied!
একাত্তর পোস্ট অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোঃ আসাদুল ইসলাম, গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ

সুন্দরগঞ্জ উপজেলার ভ্রাম্যমান আদালতের নিবার্হী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নিবার্হী অফিসার মোহাম্মদ আল মারুফ দুই মাদক ব্যবসায়িকে বিভিন্ন মেয়াদে জেল ও জরিমানা করেছেন। গতকাল শুক্রবার উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের সাতগিরি গ্রামে মোন্নাফ মিয়ার বাড়িতে অভিযান চালিয়ে গাঁজাসহ মোন্নাফ মিয়া এবং আজাদ আলীকে আটক করা হয়। পরে ভ্রাম্যমান আদালত বসিয়ে আজাদ আলীর ১ বছর জেল ও ১ হাজার টাকা জরিমানা এবং মোন্নাফ মিয়ার ৫ মাস জেল ও ১ হাজার জরিমানা করেন বিচারক। মোন্নাফ ওই গ্রামের তছলিম আলীর ছেলে এবং আজাদ আলী পাশ্ববর্তী মিঠাপুকুর উপজেলার ইমাদপুর গ্রামের আব্দুল কাদের মিয়ার ছেলে। তারা উভয়ে দীর্ঘদিন থেকে মাদক ব্যবসা করে আসছিল।