বাংলাদেশ জনপদ, ডেস্ক |
গাজীপুরে আরিফ খান আবির নামে এক সাংবাদিককে কুপিয়েছে সন্ত্রাসীরা। গুরুতর আহত অবস্থায় তিনি রাজধানীর একটি হাসাপাতালের চিকিৎসাধীন রয়েছেন। ঘটনার তিন দিনেও জড়িতে কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। আহত সাংবাদিক আরিফ এশিয়ান টিভির গাজীপুর প্রতিনিধি।
স্থানীয় সূত্রে জানা যায়, শ্রীপুরের গাজীপুর ইউনিয়নের নগরহাওলা গ্রামে মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে স্থানীয় জজ মিয়ার নেতৃত্বে ৬ জনের একদল সন্ত্রাসী ধারাল দেশীয় অস্ত্র দিয়ে সাংবাদিক আরিফকে এলোপাথাড়ি কুপিয়ে মৃত্যু হয়েছে ভেবে মাটিতে ফেলে রেখে চলে যায়। পরে স্থানীয়রা উদ্ধার করে তাকে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। অবস্থার অবনতি হলে তাকে ঢাকায় পাঠানো হয়।
আহত আরিফ জানান, নিউজের তথ্য সংগ্রহে গেলে স্থানীয় আবদুল লতিফের ছেলে জজ মিয়া হামলা চালায়। বিরোধের জের ধরে তার তাকে রাস্তায় পেয়ে কুপিয়ে গুরুতর আহত করে। তার ব্যবহৃত মোটরসাইকেলটিও ভেঙ্গে ফেলে তারা।
স্বজনেরা জানান, হামলায় আরিফ খান আবিরের মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে ক্ষত হয়েছে।
বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, আরিফ বাদী হয়ে ৬ জনের বিরুদ্ধে বুধবার (৮ ফেব্রুয়ারি) রাতে মামলা দায়ের করেছেন। আসামিদের গ্রেফতারে পুলিশের একাধিক টিম অভিযান অব্যাহত রেখেছে।