গোপালগঞ্জ প্রতিনিধি :-
গোপালগঞ্জের কাশিয়ানীতে টুঙ্গিপাড়া এক্সপ্রেস ট্রেনে কাঁটা পড়ে রিফাত শেখ (১৬) নামে এক শ্রমিক নিহত হয়েছেন।
মঙ্গলবার (১২ অক্টোবর) রাতে কাশিয়ানী উপজেলার কাশিয়ানী ফ্লাইওভারের নিচে এ দূর্ঘটনা ঘটে।
কাশিয়ানী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: মাসুদ রায়হান বিসযটি নিশ্চিত করেছেন।
নিহত রিফাত শেখ কাশিয়ানী সদরের কাদিরপাড়া গ্রামের মুন্নু শেখের ছেলে। তিনি নির্মাণাধীন কালনা ব্রীজের এক্সপ্রোস সড়ক নির্মাণ কাজের সিকিউরিটি গার্ড হিসেবে নিয়োজিত ছিলেন।
কাশিয়ানী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: মাসুদ রায়হান জানান, রিফাত শেখ বাই সাইকেল নিয়ে কাজের স্থলে দায়িত্ব পালন করতে যাচ্ছিলেন।
এসময় তিনি কাশিয়ানী ফ্লাইওভারের নিচের রেল লাইন পার হতে গেল রাজশাহী থেকে ছেড়ে আসা গোপালগঞ্জগামী টুঙ্গিপাড়া এক্সপ্রেস ট্রেনে কাঁটা পড়ে ঘটনাস্থলে তিনি নিহত হন।
পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে রেলওয়ে পুলিশের কাছে কাছে হস্তান্তর করে।