ঢাকারবিবার , ১৪ নভেম্বর ২০২১
আজকের সর্বশেষ সবখবর

গোপালগঞ্জে আগুনে পুড়ে গেছে ৩টি দো-তলা দোকান ঘর

Rahim
নভেম্বর ১৪, ২০২১ ১:০৭ অপরাহ্ণ । ৫৪ জন
Link Copied!
একাত্তর পোস্ট অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাদল সাহা, গোপালগঞ্জ প্রতিনিধি :-

গোপালগঞ্জে ভয়াবহ অগ্নিকান্ডে ৩টি দো-তলা দোকান ঘর ভস্মিভূত হয়েছে। এতে অন্তত অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

আজ রোববার (১৪ নভেম্বর) সকালে গোপালগঞ্জ সদর উপজেলার বৌলতলী বাজারে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

বৌলতলী পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো: জসিম উদ্দিন এ আগ্নিকান্ডের বিষয়টি নিশ্চিত করেন।

বৌলতলী বাজার কমিটির সাধারন সম্পাদক রাসেল দাঁড়িয়া জানান, সকাল ৮টার দিকে বাজারের মাসুদ শেখের লেপ তোষকের দোকান থেকে আগুনের সূত্রপাত ঘটে। মুহুর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়লে মেজবা সরদারের চালের আড়ত ও অনিল বিশ্বাসের লাইব্রেরী এন্ড কসমেটিকসের দোকান পুড়ে যায়।

পরে খবর পেয়ে গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তা এক ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়। আগুনে অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন তিনি।

বৌলতলী পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো: জসিম উদ্দিন জানান, ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনা স্থলে এসে আগুন নেভাতে সক্ষম হয়। ক্ষয়ক্ষতির পরিমান নিরুপন চলছে।