ঢাকাবুধবার , ২৫ আগস্ট ২০২১
আজকের সর্বশেষ সবখবর

গোপালগঞ্জে করোনায় মৃত্যুর সংখ্যা দাঁড়াল এক’শ জনে

দৈনিক বাংলাদেশ জনপদ
আগস্ট ২৫, ২০২১ ৪:৫০ অপরাহ্ণ । ৭০ জন
Link Copied!
একাত্তর পোস্ট অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গোপালগঞ্জ প্রতিনিধি :–

গোপালগঞ্জে করোনা আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে এক’শ জনে। গত ২৪ ঘন্টায় সদর উপজেলায় করোনা আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। আর আক্রান্ত হয়েছে ২৫ জন।

গোপালগঞ্জ সিভিল সার্জন অফিস সূত্রে জানাগেছে, গোপালগঞ্জ সদর উপজেলায় করোনা আক্রান্ত হয়ে একজনের মুত্যুর মধ্য দিয়ে জেলায় এক’শ জনের মৃত্যু হলো। এর মধ্যে সদর উপজেলায় ৬৬ জন, কাশিয়ানী উপজেলায় ২০ জন, মুকসুদপুর উপজেলায় ১৭ জন, টুঙ্গিপাড়া উপজেলায় ৯ জন ও কোটালীপাড়া উপজেলায় ৮ জন রয়েছে।

এদিকে, জেলায় মোট ৪০ হাজার ৫২৩ জনের নমুনা পরীক্ষায় মোট ৯ হাজার ৪৭৬ জন করোনায় আক্রান্ত হয়েছে। এর মধ্যে সদর উপজেলায় ৩ হাজার ৫৭৬ জন, টুঙ্গিপাড়া উপজেলায় ১ হাজার ৬৬৮ জন, কাশিয়ানী উপজেলায় ১ হাজার ৬৫৭ জন, মুকসুদপুর উপজেলায় ১ হাজার ৪১ জন ও কোটালীপাড়া উপজেলায় ১ হাজার ১৭৪ জন রয়েছে। ২৪ ঘন্টায় সুস্থ হয়েছে ১৩৪ জন আর জেলায় মোট সুস্থ হয়েছে ৮ হাজার ৬২৮ জন।