ঢাকারবিবার , ১৯ সেপ্টেম্বর ২০২১
  • অন্যান্য
আজকের সর্বশেষ সবখবর

গোপালগঞ্জে গাড়ী চাপায় পুলিশ সদস্য নিহত

দৈনিক বাংলাদেশ জনপদ
সেপ্টেম্বর ১৯, ২০২১ ৫:৪৫ অপরাহ্ণ । ৩৬ জন
Link Copied!
একাত্তর পোস্ট অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গোপালগঞ্জ প্রতিনিধি :-

গোপালগঞ্জে গাড়ী চাপায় আসাদুর রহমান (৩৫) নামে এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। শনিবার (১৮ সেপ্টেম্বর) রাতে ঢাকা-খুলনা মহাসড়কের মুকসুদপুর উপজেলার পুরাতন মুকসুদপুরে এ দূর্ঘটনা ঘটে।

মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: আবু বকর মিয়া এ দূর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত আসাদুর রহমান পুলিশ কনেস্টবল পদে গোপালগঞ্জ পুলিশ লাইনে কর্মরত ছিলেন।

ওসি মো: আবু বকর মিয়া জানিয়েছেন, নিহত পুলিশ সদস্য আসাদুর রহমান মোটর সাইকেলে ছিলেন। পুরাতন মুকসুদপুর এলাকায় দ্রুতগমী একটি অজ্ঞাত গাড়ী তাকে চাপা দিলে ঘটনাস্থলে তিনি মারা যান। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

তবে তাৎক্ষনিকভাবে এ রিপোর্ট লেখা পযর্ন্ত পুলিশ কনেস্টবল আসাদুর রহমান মোটর সাইকেলে করে কোথায় যাচ্ছিলেন এবং তার পিতার নাম ও ঠিকানা নিশ্চিত করতে পারেনি ওসি।