ঢাকাশুক্রবার , ১৫ অক্টোবর ২০২১
আজকের সর্বশেষ সবখবর

গোপালগঞ্জে জলাশয় থেকে মাহেন্দ্র চালকের মরদেহ উদ্ধার

দৈনিক বাংলাদেশ জনপদ
অক্টোবর ১৫, ২০২১ ১২:১২ পূর্বাহ্ণ । ৬৪ জন
Link Copied!
একাত্তর পোস্ট অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গোপালগঞ্জ প্রতিনিধি :-

গোপালগঞ্জের মহিলা ক্রীড়া কমপ্লেক্সের পাশের জলাশয় থেকে মো: দেলোয়ার ফকির (৪৫) নামের এক মাহেন্দ্র চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ বৃহস্পতিবার (১৪ অক্টোবর) বেলা ১২ টায় ওই জলাশয় থেকে মরদেহ উদ্ধার করা হয়।

গোপালগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক) এসআই আবুল বাশার বিষযটি নিশ্চিত করেছে।

গোপালগঞ্জে জলাশয় থেকে মাহেন্দ্র চালকের মরদেহ উদ্ধার

নিহত মো: দেলোয়ার ফকির গোপালগঞ্জ সদর উপজেলার হরিদাসপুর পশ্চিমপাড়া গ্রামের মৃত রহমান ফকিরের ছেলে।

গোপালগঞ্জ সদর থানার এসআই আবুল বাশার জানান, পারিবারিক কলহ ও পাওনা টাকা পরিশোধের ভয়ে গত এক সপ্তাহ ধরে দেলোয়ার ফকির বাড়িতে যান না।

আজ দুপুরে মহিলা ক্রীড়া কমপ্লেক্সের পাশের জলাশয়ে দেলোয়ারের মরদেহ ভাসতে দেখে পুলিশ খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০-শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। মরদেহ উদ্ধারের সময় জলাশয়ের পাশ থেকে মাহেন্দ্র, পড়নের লুঙ্গি, গোসলের সাবান ও স্যান্ডেল উদ্ধার করে।

তিনি আরো জানান, মরদেহের শরীরের বিভিন্ন স্থানে মাছে খাওয়ার ক্ষত চিহ্ন রয়েছে। এটি মৃত্যু নাকি হত্যাকান্ড তা ময়না তদন্তের রিপোর্ট পাওয়ার পরে জানা যাবে বলেও জানান তিনি।