ঢাকাশনিবার , ১১ সেপ্টেম্বর ২০২১
আজকের সর্বশেষ সবখবর

গোপালগঞ্জে দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু

দৈনিক বাংলাদেশ জনপদ
সেপ্টেম্বর ১১, ২০২১ ৭:১২ অপরাহ্ণ । ৪০০ জন
Link Copied!
একাত্তর পোস্ট অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাদল সাহা, গোপালগঞ্জ প্রতিনিধি :-

গোপালগঞ্জের কোটালীপাড়ায় সুপ্রিয়া বাড়ৈ (৭) নামে দ্বিতীয় শ্রেনীর শিক্ষার্থীর রহস্য জনক মৃত্যু হয়েছে।

আজ শনিবার (১১ সেপ্টেম্বর) দুপুরে কোটালীপাড়া উপজেলার কলাবাড়ি ইউনিয়নের শিমুলবাড়ী গ্রামে এ ঘটনা ঘটে।

কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহত শিক্ষার্থী সুপ্রিয়া বাড়ৈ কোটালীপাড়া উপজেলার হাজরাবাড়ী গ্রামের টুকলাল বাড়ৈর মেয়ে ও একই এলাকার শিমুলবাড়ী প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেনীর ছাত্রী।

ওসি আমিনুল ইসলাম জানিয়েছেন, নিহত শিক্ষার্থী সুপ্রিয়া বাড়ৈ তার মায়ের সাথে মামা বাড়ি থেকে পড়াশোনা করতো। আজ সকালে সুপ্রিয়া ঘুম থেকে দেরি করে উঠলে তার মামা অমৃত বল্লভ সুপ্রিয়াকে বকাবকি করে।

এর কিছু সময় পর সুপ্রিয়া বাড়ৈকে ঘরের মধ্যে আড়ার সাথে গলায় ওড়না পেচিয়ে ঝুলতে দেখা যায়। পরে পরিবারের লোকজন উদ্ধার করে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপে¬ক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সুপ্রিয়াকে মৃত ঘোষনা করেন।

ওসি আরো বলেন, খবর পেয়ে হাসপাতাল থেকে মেয়েটির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তে জন্য গোপালগঞ্জ মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহন করা হবে।