ঢাকাশুক্রবার , ২২ অক্টোবর ২০২১
  • অন্যান্য
আজকের সর্বশেষ সবখবর

গোপালগঞ্জে নিখোঁজের তিনদিন পর মধুমতি নদী থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার

দৈনিক বাংলাদেশ জনপদ
অক্টোবর ২২, ২০২১ ৭:৫৭ অপরাহ্ণ । ৬২ জন
Link Copied!
একাত্তর পোস্ট অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গোপালগঞ্জ প্রতিনিধি :-

গোপালগঞ্জে নিখোঁজের তিনদিন পর মধুমতি নদী থেকে মঞ্জু গাজী (৪৫) নামে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ শুক্রবার (২২ অক্টোবর) দুপুরে সদর উপজেলার চর গোবরা গ্রামের মধুমতি নদী থেকে ওই মরদেহ উদ্ধার করা হয়।

গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: মনিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

নিহত মঞ্জু গাজী সদর উপজেলার করপাড়া ইউনিয়নের পশ্চিম করপাড়া গ্রামের বকুল গাজীর ছেলে।

গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: মনিরুল ইসলাম জানান, গত বধুবার সদর উপজেলার করপাড়া ইউনিয়নের পশ্চিম করপাড়া গ্রামের বাড়ী থেকে বের হয়ে মধুমতি নদীর পাড়ের একটি দোকান থেকে চা পান করেন মঞ্জু গাজী। এরপর থেকে তিনি আর বাড়ী ফিরে আসেননি।

আজ শুক্রবার দুপুরে সদর উপজেলার চর গোবরা এলাকার মধুমতি নদীতে মঞ্জু গাজীর মরদেহ ভাসতে দেখে এলাকাবাসী। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারের হাসপাতাল মর্গে প্ররণ করে।