ঢাকামঙ্গলবার , ১৯ অক্টোবর ২০২১
  • অন্যান্য
আজকের সর্বশেষ সবখবর

গোপালগঞ্জে পিকআপ ভ্যান ও নসিমনের মধ্যে সংঘর্ষে তিন মৎসজীবী নিহত

দৈনিক বাংলাদেশ জনপদ
অক্টোবর ১৯, ২০২১ ৫:৪৯ অপরাহ্ণ । ৬৮ জন
Link Copied!
একাত্তর পোস্ট অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গোপালগঞ্জ প্রতিনিধি :-

গোপালগঞ্জে পিকআপ ভ্যান ও নসিমনের মধ্যে সংঘর্ষে তিন মৎসজীবী নিহত হয়েছে।

আজ মঙ্গলবার (১৯ অক্টোবর) বিকাল ৩ টার দিকে ঢাকা-খুলনা মহাসকের গোপালগঞ্জ সদর উপজেলার পল্লী বিদ্যুৎ মোড়ে এ দূর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার নিজামকান্দি গ্রামের রমেশ বিশ্বাসের ছেলে মঙ্গল বিশ্বাস (২৫) ও আক্কাস সরদারের ছেলে লিমন সরদার(৩০) এবং মো: আতিয়ার হোসেনের ছেলে মো: জোবায়ের হোসেন (২৬)।

গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: মনিরুল ইসলাম জানান, টেকেরহাট এলাকা থেকে মাছ ধরে নসিমনে করে নিজামকান্দি গ্রামে ফিরছিলেন নিহতরা।

এসময় নসিমনটি গোপালগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির মোড় দিয়ে ঢাকা-খুলনা মহাসড়কে উঠার সময় গোপালগঞ্জগামী একটি পিকআপ ভ্যানের সাথে সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলে মঙ্গল বিশ্বাস নিহত হয়। পরে ফায়ার সার্ভিসের কর্মিরা গুরুতর আহতাবস্থায় দুজনকে উদ্ধার করে গোপালগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসলে লিমন সরদার ও মো: জোবায়ের হোসেনকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।