ঢাকাবৃহস্পতিবার , ১৬ সেপ্টেম্বর ২০২১
  • অন্যান্য
আজকের সর্বশেষ সবখবর

গোপালগঞ্জে প্রাইভেটকারের ধাক্কায় কৃষক নিহত

দৈনিক বাংলাদেশ জনপদ
সেপ্টেম্বর ১৬, ২০২১ ১২:১২ পূর্বাহ্ণ । ৪৮ জন
Link Copied!
একাত্তর পোস্ট অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গোপালগঞ্জ প্রতিনিধি :-

গোপালগঞ্জের মুকসুদপুরে প্রাইভেট কারের ধাক্কায় কামিনী বিশ্বাস (৫৫) নামে এক কৃষক নিহত হয়েছেন।

আজ বুধবার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় মুকসুদপুর উপজেলার দাসেরহাট ফুলবল মাঠে এ ঘটনা ঘটে।

ভাঙ্গা হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) আবুল কালাম আজাদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহত কামিনী বিশ্বাস মুকসুদপুর উপজেলার দাসেরহাট গ্রামের কানাই লাল বিশ্বাসের ছেলে।

এসআই আবুল কালাম আজাদ জানিয়েছেন, সন্ধ্যায় দাসেরহাট ফুটবল মাঠে ফুটবল খেলা দেখছিলেন কামিনী বিশ্বাস। এসময় চালক নিয়ন্ত্রন হারিয়ে ফেললে দ্রুতগামী প্রাইভেটকারটি তাকে ধাক্বা দিয়ে মাঠে ঢুকে পড়ে।

পরে স্থানীয়রা কামিনী বিশ্বাসকে মারাত্মক আহতাবস্থায় উদ্ধার করে প্রথমে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে তার অবস্থার অবনিত হলে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করে। সেখানে চিকিসাধীন অবস্থায় তিনি মারা যান।

তিনি আরো বলেন, আবেদনের প্রেক্ষিতে নিহতের মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।