গোপালগঞ্জ প্রতিনিধি :–
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী ও ২১ আগষ্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে গোপালগঞ্জে আলোচনা সভা, দোয়া মাহফিল অনুষ্ঠিত ও খাবার বিতরণ করা হয়েছে।
গোপালগঞ্জ সদর উপজেলার গোলাবাড়িয়া একতা সংঘের উদ্যগে এ কর্মসূচী পালন করা হয়।
আজ শনিবার বিকালে গোলাবাড়িয়ায় অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা যু্বলীগের সভাপতি জি এম সাহাবুদ্দিন আজম।
একতা সংঘের সভাপতি রাসেল সিকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান শেখ শাহাবুদ্দিন হিটু, সদর উপজেলার ভাইস চেয়ারম্যান নিতিশ রায়, দূর্গাপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আকবর হোসেন ফরাজী, বিশিষ্ট সমাজ সেবক ফায়েকুজ্জামান সিকদার বক্তব্য রাখেন।
পরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও পরিবারের শহীদ সদস্য এবং ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের আত্মার শান্তি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কমানা করে দোয়া করা হয়।
পরে অতিথিবৃন্দ ৫’শ অসহায় ও দুস্থ:দের মাঝে প্যাকেট খাবার বিতরন করেন। এ অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।