গোপালগঞ্জ প্রতিনিধি :-
গোপালগঞ্জে গাছের সাথে ঝুলন্ত অবস্থায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গণ যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ৩য় বর্ষের শিক্ষার্থী অমিতোষ হালদারের (২৬) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (২৯ সেপ্টেম্বর) গভীর রাতে বাড়ির পাশে একটি মেহগনি গাছের ডালে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে পুলিশের প্রাথমিক ধারনা।
গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: মনিরুল ইসলাম ওই শিক্ষার্থীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
অমিতোষ হালদার গোপালগঞ্জ সদর উপজেলার পাটকেলবাড়ি গ্রামের গোপেন্দ্র হালদারের ছেলে। তার মায়ের নাম গীতা হালদার। দুই ভাই দুই বোনের মধ্যে সবার ছোট ছিল অমিতোষ হালদার। তার এভাবে মৃত্যুকে কেউ মেনে নিতে পারছেন না।
ওসি মো: মনিরুল ইসলাম জানান, অমিতোষ হালদার গত এক মাস আগে ঢাকা থেকে বাড়িতে আসে। বাড়িতে এসে অনেকটা নিশ্চুপ অবস্থায় ছিল।
বুধবার রাতের বেলায় বাবা-মাকে ঘরে মধ্যে তালা দিয়ে আটকে রেখে রাইরে গিয়ে গাছের ডালে দড়ি দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে।
পরে পুলিশ খবর পেয়ে সকাল সাড়ে ৮টার দিয়ে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিস্ট জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করে। পরে দুপুরে মরদেহ স্বজনদের কাছে বুঝিয়ে দেয় পুলিশ।