ঢাকাসোমবার , ৮ নভেম্বর ২০২১
  • অন্যান্য
আজকের সর্বশেষ সবখবর

গোপালগঞ্জে শেষ হয়েছে সাংবাদিকদের নিয়ে দুই দিনব্যাপী অনলাইন কর্মশালা

Rahim
নভেম্বর ৮, ২০২১ ৭:৪৪ অপরাহ্ণ । ৪৪ জন
Link Copied!
একাত্তর পোস্ট অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গোপালগঞ্জ প্রতিনিধিঃ-

গোপালগঞ্জে কর্মরত সাংবাদিকদের নিয়ে “সুশাসনের জন্য কৌশলগত যোগাযোগ” শীর্ষক দুই দিনব্যাপী অনলাইন কর্মশালা শেষ হয়েছে।

বাংলাদেশ সরকার ও ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে বাংলাদেশ ব্রিটিশ কাউন্সিল ও জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট এ কর্মশালার আয়োজন করে।

আজ সোমবার (০৮ লভেম্বর) কর্মশালার শেষে দিনে মন্ত্রী পরিষদ বিভাগের উপ সচিব মো: মখলেছুর রহমান, যুগ্ম সচিব মিজ আয়েশা আক্তার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের খন্ডকালিন শিক্ষক মাসরুর জামান সাংবাদিকতার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।

এর আগে এ কর্মশালার উদ্বোধন করেন মন্ত্রী পরিষদ বিভাগের অতিরিক্ত সচিব ও পিফোরডি প্রকল্পের পরিচালক ড. মো: গোলাম ফারুক। জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের মহা পরিচালক শাহিন ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় বাংলাদেশ ব্রিটিশ কাউন্সিলের প্রোগাম পরিচালক জেসিকা ম্যাগসন, জেলা প্রশাসক শাহিদা সুলতানা ভার্চুয়ালী যুক্ত ছিলেন।

কর্মশালায় যায়যায় দিনের এস এম নজরুল ইসলাম. কালেরকন্ঠের প্রসূন মন্ডল, সমকালের মনোজ সাহা, এসএ টিভির বাদল সাহা, আর টিভির আব্দুল্লাহ অাল মামুনসহ জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার ৩০জন সাংবাদিক অংশ নেন।

এ সময় সেবা প্রদান প্রতিশ্রুতি, তথ্য অধিকার আইন, বার্ষিক কর্মসম্পাদন চুক্তি, জাতীয় শুদ্ধাচার কৌশল ও অভিযোগ প্রতিকার ব্যবস্থার বিষয়ে আলোচনা করা হয়্। কর্মশালা শেষে সাংবাদিকদের হাতে সার্টিফিকেট তুলে দেয়া হয়।