ঢাকামঙ্গলবার , ১৮ অক্টোবর ২০২২
আজকের সর্বশেষ সবখবর

ঘুষ নেওয়ার সময় উপজেলা শিক্ষা অফিসের অফিস সহকারী শহিদুল ইসলাম হাতেনাতে আটক

রিয়াজুল হক সাগর, রংপুর
অক্টোবর ১৮, ২০২২ ১২:০৯ পূর্বাহ্ণ । ৫৮ জন
Link Copied!
একাত্তর পোস্ট অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রিয়াজুল হক সাগর, রংপুর |

ঘুষ নেওয়ার সময় রংপুর সদর উপজেলা শিক্ষা অফিসের অফিস সহকারী শহিদুল ইসলাম হাতেনাতে আটক হয়েছেন।
সোমবার (১৭ অক্টোবর) দুপুরে দুর্নীতি দমন কমিশন (দুদক) রংপুরের সহকারী পরিচালক হোসেন শরীফ হোসেনের নেতৃত্বে পরিচালিত অভিযানে ১৬ হাজার টাকাসহ আটক হন শহিদুল ইসলাম।
এসময় দুদক রংপুরের সহকারী পরিচালক হোসেন শরীফ বলেন, ‘আমাদের কাছে শহিদুল ইসলামের বিরুদ্ধে আগে থেকেই অভিযোগ ছিল। শহিদুল ইসলাম ঘুষ ছাড়া কোনো কাজ করেন না, ছুটির দরখাস্ত পাশ করতেও টাকা লাগে। আমাদের কাছে নির্দিষ্ট করে তথ্য ছিল, শহিদলু ইসলাম ১৯ শিক্ষকের সার্ভিস বুক আটকে রেখেছেন। এগুলো প্রসেস করছেন না, তাদের প্রত্যেকের কাছে থেকে ৫ হাজার করে মোট ১ লাখ টাকা ঘুষ চান তিনি। এরকম একটি লিখিত অভিযোগের ভিত্তিতে আমরা আজকে ছদ্দবেশে অফিসে আসি এবং ভুক্তভোগী শিক্ষকরা আজকে প্রথম কিস্তি হিসেবে ১৬ টাকা প্রদান করতে আসে। ঘুষ গ্রহণের সময় আমরা হাতেনাতে গ্রেফতার করি অফিস সহকারী শহিদুল ইসলামকে।’
তিনি আরও বলেন, ‘আমরা ইতোমধ্যে কমিশনকে অবহিত করেছি। যেহেতু হাতেনাতে গ্রেফতার করেছি, পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন আছে।’