ঢাকাবৃহস্পতিবার , ১১ নভেম্বর ২০২১
  • অন্যান্য
আজকের সর্বশেষ সবখবর

চট্টগ্রাম থেকে ভোলা আসার সময় (২৮) বছরের এক যুবক হারিয়ে যাওয়ার অভিযোগ

Rahim
নভেম্বর ১১, ২০২১ ১০:৩৮ অপরাহ্ণ । ৬২ জন
Link Copied!
একাত্তর পোস্ট অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আঃ রহিম, ভোলা প্রতিনিধিঃ-

চট্টগ্রাম থেকে ভোলা আসার সময় শিপন (২৮) বছরের এক যুবক হারিয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে। গত কাল সকালে শিপন সাথে করে ৭৫০০০ হাজার টাকা সহ ভোলার উদেশ্য রওনা হইছে সে আর ভোলা আশা হলো না।
যদি কোন হৃদয়বান ব্যক্তি তার সন্ধান পেয়ে থাকেন তাহলে তাকে (২০) হাজার টাকা পুরস্কৃত করা হবে বলে জানিয়েছে তার পরিবার।
সাং ভোলা ভেঁলুমিয়া কারিকার বাড়ি ২নং ওয়ার্ড। যোগাযোগঃ মোঃ খোকন ০১৩১৭৯৩৪৪৯০
আঃ রহিম ০১৪০৬২১৫৫১৫