ঢাকাবৃহস্পতিবার , ২ মার্চ ২০২৩
  • অন্যান্য
আজকের সর্বশেষ সবখবর

চরফ্যাসনে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় ভোটার দিবস ও আলোচনা সভা অনুষ্ঠিত 

স্টাফ রিপোর্টার |
মার্চ ২, ২০২৩ ১:০৩ অপরাহ্ণ । ৩৩ জন
Link Copied!
একাত্তর পোস্ট অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

স্টাফ রিপোর্টার |

চরফ্যাসনে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভার মধ্যদিয়ে ‘ভোটার হবো নিয়ম মেনে ভোট দিবো যোগ্যজনে’ এই স্লোগান নিয়ে জাতীয় ভোটার দিবস পালন করা হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় একটি র‌্যালি চরফ্যাসন সদরের গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার আল নোমানের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান জয়নাল আবেদিন আখন। স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা নির্বাচন অফিসার মো. রফিকুল ইসলাম। দৌলতগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. জসিম উদ্দিন, সাংবাদিক কামরুল সিকদার প্রমুখ।
এছাড়াও অন্যান্যদের মধ্যে শিক্ষক, সাংবাদিক , জনপ্রতিনিধি, শিক্ষার্থী, উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও সুশিল সমাজের ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন। এসময় বক্তারা বলেন, ভোটার হবো নিয়ম মেনে ভোট দিবো যোগ্যজনে এই স্লোগানকে বস্তবায়ন করতে প্রত্যেকে নাগরিককে ভোটার হওয়ার আহবান জানান।

বক্তব্যে উপজেলা নির্বাচন অফিসার মো. রফিকুল ইসলাম জানান, গত এক বছরে উপজেলায় হালনাগাদ ভোটার হয়েছে ৪২ হাজার ৯০০জন। এছাড়াও বর্তমানে চরফ্যাসন উপজেলায় মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৬৩ হাজার ৪৬২জন। এবং বর্তমানে স্মার্ট জাতীয় পরিচয়পত্র ২৮টি সরকারী দপ্তরে ব্যবহৃত হচ্ছে। বর্তমানে সকল প্রতিষ্ঠানে ভোটার আইডি কার্ড ছাড়া কোন কাজ হয়না এজন্য সকল নাগরিককে ভোটার হওয়ার আহব্বান জানান তিনি।