ঢাকাবুধবার , ১ সেপ্টেম্বর ২০২১
আজকের সর্বশেষ সবখবর

চরফ্যাসন দক্ষিণ আইচা থানায়”ওপেন হাউজ ডে”

দৈনিক বাংলাদেশ জনপদ
সেপ্টেম্বর ১, ২০২১ ৮:২৭ অপরাহ্ণ । ৬৬ জন
Link Copied!
একাত্তর পোস্ট অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চরফ্যাসন, ভোলা :–

চরফ্যাসনের দক্ষিণ আইচা থানার উদ্যোগে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে। সন্ত্রাস, দুর্নীতি, মাদক সহ অন্যান্য অপরাধ নির্মূল করার লক্ষ্যে স্থানীয় জনপ্রতিনিধি, সমাজসেবক, সূধী সমাজ, শিক্ষক সহ অন্যান্যদের উপস্থিতিতে ৩০ আগস্ট সোমবার বেলা ১১ টায় থানা কমপ্লেক্সে এ “ওপেন হাউজ ডে” অনুষ্ঠিত হয়েছে।

দক্ষিন আইচা থানার ওসি হারুন অর রশিদ এর সভাপতিত্বে ওপেন হাউজ ডে’র অনুষ্ঠানে জঙ্গিবাদ, সন্ত্রাস, ইভটিজিং, বাল্যবিবাহ ও মাদক বিরোধী সচেতনতা বিষয়ে আলোচনা করা হয়। যে কোন অপরাধ নিয়ন্ত্রন করতে সংবাদ পুলিশকে জানিয়ে আইনি সহযোগিতার আহবান জানান। এছাড়া সমাজের অপরাধ দমনে পুলিশের পাশাপাশি জনগণের কি ভূমিকা নেয়া উচিত সে বিষয়ে মতামত ব্যক্ত করেন।

এসময় উপস্থিত ছিলেন চরমানিকা ইউপি চেয়ারম্যান আলহাজ্ব শফিউল্লাহ হাওলাদার, চরমানিকা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হাওলাদার, যুগ্ম সাধারণ সম্পাদক রুহুল আমিন দালাল, চরফ্যাশন প্রেসক্লাব’র দপ্তর সম্পাদক ও মানবজমিন চরফ্যাশন প্রতিনিধি সাংবাদিক শাহাবুদ্দিন সিকদার, সাংবাদিক হাছান লিটন সহ স্থানীয় সাংবাদিক ও নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।