গোপালগঞ্জ প্রতিনিধি :-
গোপালগঞ্জের মুকসুদপুরে অটোরিকশার চাকায় ওড়না পেচিয়ে শুক্লা রানী সেন (৩৮) নামে এক স্কুল শিক্ষিকার মুত্যু হয়েছে।
আজ শুক্রবার (৩ ডিসেম্বর) বিকালে উপজেলার মহারাজপুরে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শুক্লা রানী সেনের পিতা খোকন সেন বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত শুক্লা রানী সেন মুকসুদপুর উপজেলার মহারাজপুর ক্লাস্টারের ১৮৭ নং পশ্চিম লোহাইড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষকা।
নিহতের পিতা খোকন সেন জানান, বিকাল ৩টার দিকে তিন বছরের মেয়ে প্রাপ্তিকে ডাক্তার দেখানোর জন্য বনগ্রাম বাজার থেকে একটি অটোরিকশায় চড়ে মুকসুদপুর সদর হাসপাতালে যাচ্ছিলেন।
এসময় মহারাজপুর নামক স্থানে পৌঁছালে অটোরিকশার চাকায় শুক্লা রানীর ওড়না পেচিয়ে শ্বাসরুদ্ধ হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
পরে শুক্লা রানীকে মুকসুদপুর সদর হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। #
বাদল সাহা
গোপালগঞ্জ।
০৩.১২.২০২১
মোবাইল : ০১৭১৬-০৩২৬৪৭, ০১৬৭০-২০৫৬৫৬