শাহাবুদ্দিন হাওলাদার, চরফ্যাশন ভোলা |
চরফ্যাশনের আছলামপুর ইউনিয়নের আওয়ামীলীগের মনোয়ন প্রত্যাশী সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব আবুল কাশেম মিলিটারীর পক্ষে পথ সভা অনুষ্ঠিত। শুক্রবার সন্ধ্যায় আছলামপুর ইউনিয়ন আওয়ামীলীগের সহ সভাপতি নাগর তালুকদারের সভাপতিত্বে আবুগঞ্জ বাজারের স্কুল মাঠে এ পথসভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক এবং আছলামপুর ইউনিয়নের আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব আবুল কাশেম মিলিটারী।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, যুগ্ম সাধারন সম্পাদক মোসলেউদ্দীন সিরাজী, সফি আলম পাটওয়ারী, উপজেলা যুবলীগ নেতা ও ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক বেল্লাল মাহমুদ প্রমুখ। এ সভায় প্রায় হাজার দেড়েক আছলামপুরের জনগন উপস্থিত ছিলেন।
সভায় কাশেম মিলিটারী বলেন, যতদিন পর্যন্ত জীবন থাকবে ততদিন পর্যন্ত আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপির কর্মী এবং নৌকার কর্মী হিসেবে কাজ করে যাবেন। গতকাল বৃহস্পতিবার আছলামপুর ইউনিয়নের নির্বাচনী তফসিল ঘোষনা করা হয়েছিল। দীর্ঘ এক যুগ পর তফসিল পেয়ে আছলামপুরের মানুষ আগামী ২৮ নভেম্বর ইভিএম পদ্ধতিতে তাদের ভোট প্রদান করবেন।