নিজস্ব প্রতিবেদক:-
ঝালকাঠির নবগ্রাম এলাকায় জমিজমাসংক্রান্ত বিরোধের জেরে এক মুক্তিযোদ্ধার সন্তানকে মারধর করেছে প্রতিপক্ষের সন্ত্রাসীরা। আজ সকাল সাড়ে ৮ টায় ৪ নং ওয়ার্ড নবগ্রাম এলাকার দশনা কান্দা এলাকায় এ ঘটনা ঘটে।পরে স্থানীয়রা আহত ডাকচিৎকার ছুটে এসে মূমুর্ষূ অবস্থায় উদ্ধার করে শেবাচিমে ভর্তি করে। আহত হাসান (৩০) নবগ্রাম ৪ নং ওয়ার্ডের মৃত্য বীর মুক্তিযোদ্ধা শাহজাহান মিয়ার ছেলে। আহত সূত্রে জানা গেছে পুকুরের জোরপূর্বক মাছ ধরার চেষ্টা করলে তাতে বাধা দেওয়ায় মারধরের ঘটনা ঘটে। আহত স্বজনরা জানায় স্থানীয় মৃত্য সাকু হাওলাদারের ছেলে মোশারফ হাওলাদার ও মৃত বীর মুক্তিযোদ্ধা শাহজাহান মিয়ার জমির মাঝখানে একটি পুকুর রয়েছে । উভয়পক্ষ ওই পুকুরের অংশীদার। অথচ গত বছর মোশারফ হাওলাদার ক্ষমতাবলে সেই পুকুরে ড্রেজিং করে। এতে মুক্তিযোদ্ধা পরিবারের জমি ভেঙে পরে পুকুরের অংশ বেরে যায়। এবার মোসারফ হাং ওই পুকুরে এককভাবে মাছ ধরার উদ্দেশ্যে আসলে মৃত মুক্তিযোদ্ধার ছেলে হাসান তাদের মাছ ধরায় বারণ করে। এবং জমি মেপে মাছ ধরার কথা জানান। পরে হাসান স্থানীয় ওয়ার্ড মেম্বার ও এলাকার গণ্যমান্য ব্যাক্তিদে কাছে মিমাংসার জন্য নালিশ দেয়। আর এতে ক্ষিপ্ত মোশারফ হাওলাদার। এনিয়ে বিভিন্ন সময়ে তাকে মারধর ও হত্যার হুমকি দেয়। আজ সকালে ৪ নং ওয়ার্ডের মেম্বার আয়নাল হক তাকে ডেকে পাঠায় এবং এ বিষয়ে মীমাংসার জন্য তারা আলাপচারিতা করে। পরে সেখান থেকে হাসান তার বাড়ি ফেরার সময় দশনা কান্দনা নামক স্থানে পৌছালে পূর্ব পরিকল্পিতভাবে হত্যার উদ্দেশ্যে মোসারফ হাওলাদার ও তার ছেলে মারুফ হাওলাদার সহ ৪/৫ অজ্ঞাত জন হাসানকে লাঠি ও রড দিয়ে এলোপাতারি পিটিয়ে রক্তাক্ত যখম করে। পরে স্থানীয়রা আহতর ডাকচিৎকারে ছুটে এসে মুমুর্ষ অবস্থায় উদ্ধার করে শেবাচিমে প্রেরণ করে। এদিকে মারধরের পর প্রতিপক্ষরা মামলা না দেওয়ার জন্য বিভিন্ন ধরনের হুমকি-ধামকি দিচ্ছে বলে জানায় হত স্বজনরা। আহত হাসান বর্তমানে শেবাচিমে চিকিৎসাধীন রয়েছে। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।