ঢাকারবিবার , ৯ এপ্রিল ২০২৩
  • অন্যান্য
আজকের সর্বশেষ সবখবর

ঠাকুরগাঁওয়ে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন 

মোঃ রবিউল ইসলাম (ঠাকুরগাঁও) জেলা প্রতিনিধি |
এপ্রিল ৯, ২০২৩ ৯:৩৩ অপরাহ্ণ । ৩০ জন
Link Copied!
একাত্তর পোস্ট অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোঃ রবিউল ইসলাম (ঠাকুরগাঁও) জেলা প্রতিনিধি |

সারাদেশে ডিজিটাল নিরাপত্তা আইনে সাংবাদিকদের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহারের দাবিতে ঠাকুরগাঁওয়ে মুখে কালো কাপড় বেঁধে মৌন প্রতিবাদ ও মানববন্ধন করেছেন ঠাকুরগাঁওয়ের সাংবাদিকবৃন্দ।

রবিবার দুপুরে ঠাকুরগাঁও টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন ও অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের যৌথ আয়োজনে শহরের চৌরাস্তা মোড়ে ঘন্টাব্যাপী এ কর্মসূচি পালন করা হয়।

মৌন প্রতিবাদ ও মানববন্ধনে ঠাকুরগাঁওয়ে সিনিয়ার সাংবাদিক, সুশীল সমাজ সহ সব শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

এসময় ঠাকুরগাঁও প্রেসক্লাবের সভাপতি মোঃ মনসুর আলী, সহ-সম্পাদক এটিএন বাংলার জেলা প্রতিনিধি মোঃ ফিরোজ আমিন সরকার, টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি পার্থ সারথী দাস, অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি আব্দুল আউয়াল, সাধারণ সম্পাদক মোঃ শাকিল আহমেদ, আরটিভির স্টাফ রিপোর্টার মোঃ জয়নাল আবেদিন বাবুল সহ জেলার ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা বক্তব্য দেন।

এ সময় বক্তরা বলেন,এই আইনকে অবিলম্বে বাতিল করতে হবে৷ এই আইন স্বাধীন সাংবাদিকতার পরিপন্থী। এছাড়াও সারাদেশে এই আইনে সাংবাদিকদের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহারের দাবি জানান।