ঢাকাশনিবার , ৭ আগস্ট ২০২১
আজকের সর্বশেষ সবখবর

ঢাকার এসপির বাসায় গুলিবিদ্ধ হয়ে কনস্টেবল নিহত

Admin
আগস্ট ৭, ২০২১ ১২:৪০ অপরাহ্ণ । ৬৪ জন
Link Copied!
একাত্তর পোস্ট অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব প্রতিবেদক, বাংলাদেশ জনপদঃ-
ঢাকা জেলার পুলিশ সুপার (এসপি) মারুফ হোসেন সরদারের বাসভবনের নিরাপত্তার দায়িত্বে থাকা এক কনস্টেবল গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন। নিহতের নাম মেহেদি হাসান। শুক্রবার দুপুরের দিকে এই ঘটনা ঘটে।

ঢাকার এসপি মারুফ হোসেন সরদার ঢাকাটাইমসকে বলেন, দুপুরের দিকে মেহেদি হাসান প্রধান ফটকে রাইফেল নিয়ে দায়িত্ব পালন করছিলেন। রাইফেলে গুলি লোড করা ছিল। মনে হচ্ছে, মেহেদি আত্মহত্যা করেছেন। আবার অসাবধানতাবশত ট্রিগারে চাপ লেগে গুলি বেরিয়ে যেতেও পারে। সিআইডির অপরাধ শনাক্ত দল ঘটনাস্থলে এসেছে। তারা আলামত সংগ্রহ করছে।

রমনা থানার উপপরিদর্শক (এসআই) আবদুস সালাম ওই কনস্টেবলকে গুলিবিদ্ধ অবস্থায় বিকাল পৌনে পাঁচটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিয়ে যান। সেখানে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।

নিহত মেহেদী হাসানের গ্রামের বাড়ি টাঙ্গাইলে। তিনি রাজধানীর বেইলি রোডে এসপি মারুফ সরদারের বাসভবনের প্রধান ফটকে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ছিলেন।