ঢাকামঙ্গলবার , ১২ অক্টোবর ২০২১
আজকের সর্বশেষ সবখবর

তজুমদ্দিনের মিডিয়া কর্মিদের সাথে প্রেসক্লাবের মতবিনিময়

দৈনিক বাংলাদেশ জনপদ
অক্টোবর ১২, ২০২১ ১০:০৭ অপরাহ্ণ । ৪৮৩ জন
Link Copied!
একাত্তর পোস্ট অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

তানজিল, তজুমদ্দিন ভোলা প্রতিনিধি :-

ঐতিহ্যবাহী তজুমদ্দিন প্রেসক্লাব তরুণ প্রজন্মের সাংবাদিকদের নিয়ে এক মতবিনিময় সভার আয়োজন করা হয় ।
সোমবার (১১ অক্টোবর) সন্ধ্যায়  তজুমদ্দিন প্রেসক্লাব মিলনায়তনে বিভিন্ন মিডিয়া হাউজের প্রিন্ট, অনলাইন ও টিভি চ্যানেলের নিউজ পোর্টালে কর্মরত স্থানীয় উদীয়মান ও তরূণ সাংবাদিকদের সাথে এই মতবিনিময়ের আয়োজন করে তজুমদ্দিন প্রেসক্লাব।

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম সাদী, সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক এম নুরন্নবী।

সভায় তজুমদ্দিন তরুণ সাংবাদিকদের মুল তীর্থস্থান তজুমদ্দিন প্রেসকাবের সাথে ঐক্যবদ্ধ থেকে সাংবাদিকতার নীতি ও  নৈতিকতা সমুন্নত রেখে সকলকে একযোগে কাজ করার আহবান জানান নেতৃবৃন্দ।

এসময় বক্তারা বলেন, সাংবাদিকদের পেশাগত প্রশিক্ষনের বিকল্প নেই। লেখনির মাধ্যমে সামাজিক বিভিন্ন উন্নয়ন  কর্মসূচিতে অংশগ্রহণ ও ভুমিকা পালন করতে হবে। সামাজিক সমস্যাগুলো দূর করনে সাংবাদিকদের করনীয়  বিষয় নিয়ে দীর্ঘ সময় আলোচনা করা হয়।

সভায় উপস্থিত ছিলেন, সিনিয়র সাংবাদিক গাজী আব্দুল জলিল, সহ-সভাপতি শরীফ আল আমিন, যুগ্ম সম্পাদক মনির নয়ন,মোঃ জিহাদ, সংগঠনিক সম্পাদক সেলিম রেজা, সাদির হোসেন রাহিম, মেহেদী হাসান মামুন, ইলিয়াস সানিসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিক বৃন্দ।