ঢাকামঙ্গলবার , ১৬ নভেম্বর ২০২১
আজকের সর্বশেষ সবখবর

দলীয় নির্দেশনা অমান্য ও শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে রংপুরের কাউনিয়ার তিন ইউনিয়নের ৫ বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থীকে দল থেকে বহিস্কার

Rahim
নভেম্বর ১৬, ২০২১ ৪:৪৮ অপরাহ্ণ । ৭৩ জন
Link Copied!
একাত্তর পোস্ট অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রিয়াজুল হক সাগর, রংপুর জেলা প্রতিনিধিঃ

দলীয় নির্দেশনা অমান্য ও শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে রংপুরের কাউনিয়ার তিন ইউনিয়নের ৫ বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থীকে দল থেকে বহিস্কার করেছে উপজেলা আওয়ামী লীগ। সোমবার বিকেলে দলীয় কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ারুল ইসলামের বর্ধিত সভায় সকলের মতামতের ভিত্তিতে ৫ বিদ্রোহী প্রার্থীকে তাদের স্ব-স্ব পদ থেকে বহিস্কার করা হয়।
দলীয় সূত্রে জানা গেছে, আগামী ২৮ অক্টোবর কাউনিয়া উপজেলার ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় মনোনয়ন না পেয়ে দলীয় নির্দেশনা অমান্য করে বালাপাড়া ইউনিয়নে উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক আবু ফেরদৌস মো. মোহসীন হিরা, উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক ইউসুফ আলী, টেপামধুপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা আওয়ামী লীগের সদস্য রাশেদুল ইসলাম, হারাগাছ ইউনিয়নে উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মাহফুজার রহমান বসুনিয়া, কুর্শা ইউনিয়নে রংপুর জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি আব্দুল মজিদ দলের সিদ্ধান্তকে অমান্য করে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছে। এ কারণে তাদের স্ব-স্ব পদ থেকে বহিস্কার করা হয়েছে।
ওই সভায় জানানো হয় এরপর আওয়ামী লীগের কেউ যদি দলীয় প্রার্থীকে সমর্থন বা দলীয় প্রার্থীর বিপক্ষে কাজ করে তা হলে তাদেরকে নামের তালিকা করে পরবর্তীতে সিদ্ধান্ত নেওয়া হবে।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল হান্নান, সিনিয়র সহ সভাপতি জয়নাল আবেদীন, সহ-সভাপতি আব্দুল জলিল, শফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর হাসান, বালপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আনছার আলী, সাধারণ সম্পাদক দিলদার আলী প্রমুখ।