ঢাকাবুধবার , ১৩ অক্টোবর ২০২১
  • অন্যান্য
আজকের সর্বশেষ সবখবর

দায়িত্ববাহকদের সাথে এনসিটিএফ সদস্যদের জবাবদিহিতামূলক অধিবেশন’

দৈনিক বাংলাদেশ জনপদ
অক্টোবর ১৩, ২০২১ ৯:০১ অপরাহ্ণ । ৫১ জন
Link Copied!
একাত্তর পোস্ট অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বরগুনা প্রতিনিধি :-

বেসরকারি উন্নয়ন সংস্থা সিবিডিপি’র আয়োজনে বরগুনা জেলা প্রশাসকের কার্যালয়ে গতকাল বিকেল সাড়ে ৪টায় ‘দায়িত্ববাহকদের সাথে এনসিটিএফ সদস্যদের জবাবদিহিতামূলক অধিবেশন’ অনুষ্ঠিত হয়।
প্লান ইন্টারন্যাশনাল বাংলাদেশের সহযোগিতায় অনুষ্ঠিত এ অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক হাবিবুর রহমান।
এনসিটিএফ বরগুনা উপজেলা কমিটির সভাপতি সোলায়মান আরেফিনের সভাপতিত্বে অনুষ্ঠিত অধিবেশনে অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো শাহাদাত হোসেন, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম, সিবিডিপির চেয়ারম্যানপার্সন চিত্তরঞ্জন শীল, নির্বাহী পরিচালক জাকির হোসেন মিরাজ, লোকবেতারের স্টেশন ম্যানেজার মনির হোসেন কামাল, বরগুনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এডভোকেট সোহেল হাফিজ, জেলা টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি আবু জাফর সালেহ প্রমুখ।
বেতাগী উপজেলা এনসিটিএফ এর সভাপতি তানজিয়া জামান শিফা, সাধারণ সম্পাদক খাইরুল ইসলাম মুন্না সহ ছয়টি উপজেলার নেতৃবৃন্দ ছাড়াও বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকগণ অধিবেশনে অংশগ্রহণ করেন।