ঢাকাবুধবার , ১৩ অক্টোবর ২০২১
আজকের সর্বশেষ সবখবর

দুর্নীতি মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী বাবরের ৮ বছরের কারাদণ্ড

দৈনিক বাংলাদেশ জনপদ
অক্টোবর ১৩, ২০২১ ২:১৩ অপরাহ্ণ । ৫১ জন
Link Copied!
একাত্তর পোস্ট অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

স্টাফ রিপোর্টার :-

সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন ও তথ্য গোপনের অভিযোগের মামলায় ৮ বছরের কারাদন্ড দিয়েছেন আদালত।

মঙ্গলবার (১২ অক্টোবর) সকালে ঢাকার বিশেষ জজ আদালত-৭ এর বিচারক মোহাম্মদ শহিদুল ইসলাম এ রায় দেন। এর আগে সকালে বাবরকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়।

রাষ্ট্রপক্ষ ও আসামি পক্ষের যুক্তি উপস্থাপন শেষে ৪ঠা অক্টোবর রাষ্ট্র ও আসামিপক্ষে যুক্তিউপস্থাপন শেষে আজ রায়ের জন্য দিন ঘোষণা করেন বিচারক।

২০০৮ সালের ১৩ই জানুয়ারি বাতিল হয়ে যাওয়া তত্ত্বাবধায়ক সরকারের সময়ে যৌথবাহিনীর হাতে আটক হওয়া সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন ও তথ্য গোপনের অভিযোগে রমনা থানায় একটি মামলা হয়। যেখানে ৭ কোটি ৫ লাখ ৯১ হাজার ৮৯৬ টাকার অবৈধ সম্পদ রাখার অভিযোগ করে দুদক।

গেল ১৫ বছরে রাষ্ট্রপক্ষের ১২ জন সাক্ষীর মধ্যে ৭ জন আদালতে সাক্ষ্য দেন। এর আগে চলতি বছরের ২১শে সেপ্টেম্বর আত্মপক্ষ সমর্থনের শুনানি অনুষ্ঠিত হয়।