মোঃ খাইরুল ইসলাম মুন্না বেতাগী, বরগুনা :–
বেতাগীতে মানবিক সহায়তা কর্মসূচির আওতায় দুস্থদের বিনামুল্যে টেউটিন এবং জাতীয় হেল্প লাইন ৩৩৩ নম্বরে ফোন করে খাদ্য সহায়তা চাওয়া অসহায়দের মাঝে খাদ্য সামগ্রীর প্যাকেট বিতরণ করা হয়েছে।
গত বুধাবার (১৮ আগষ্ট) দুপুর ২টায় উপজেলা পরিষদ চত্বরে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর আয়োজিত ঢেউটিন ও খাদ্য মামগ্রীর প্যাকেট বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরগুনা-২ আসনের সংসদ সদস্য আলহাজ¦ শওকত হাচানুর রহমান রিমন। উপজেলা নির্বাহী অফিসার মো: সুহৃদ সালেহীন’র সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মো: মাকসুদুর রহমান ফোরকান, বেতাগী পৌরসভার মেয়র আলহাজ¦ এবিএম গোলাম কবির, উপজেলা ভাইস চেয়ারম্যান মো: আমিরুল ইসলাম পিন্টু ও উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা খানম। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জিএম ওয়ালিউল ইসলাম পরিচালনায় এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভুমি) ফারহানা ইয়াসমিন, ইউপি চেয়ারম্যান অধ্যাপক নওয়াব হোসেন নয়ন, মো: হুমায়ূন কবির, মো: খলিলুর রহমান খান, মো: জালাল আহমেদ, সৈয়দ গোলাম রব, মো: মোশাররফ হোনেন, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মো: গোলাম কবির, বেতাগী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক লায়ন মো: শামীম সিকদার, উপজেলা যুবলীগ সভাপতি মো: জহিরুল ইসলাম লিটন, উপজেলা ছাত্রলীগ সভাপতি বিএম আদনান খালিদ মিথুন। পরে দুস্থদের মাঝে জনপ্রতি ১ বান্ডিল ঢেউ টিন ও ৩ হাজার টাকার চেক এবং ১০ কেজি চাল, ১ কেজি করে তেল, চিনি, মুসুর ডাল, লবন ও ২টি সাবান সামগ্রী সম্বলিত প্যাকেট বিতরণ করা হয়।
জানাগেছে, চলতি অর্থ বছরে দুস্থদের মাঝে নগদঅর্থসহ মোট ৫০ বান্ডিল ঢেউটিন বিতরণ করা হবে।