ঢাকাশনিবার , ২৫ সেপ্টেম্বর ২০২১
আজকের সর্বশেষ সবখবর

দৌলতখানে বিদ্যুতের ছেঁড়া তারে প্রাণ গেল বৃদ্ধের

দৈনিক বাংলাদেশ জনপদ
সেপ্টেম্বর ২৫, ২০২১ ৭:৩৯ অপরাহ্ণ । ৪৫ জন
Link Copied!
একাত্তর পোস্ট অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দৌলতখান, ভোলা প্রতিনিধি :-

ভোলার দৌলতখানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আব্দুর রশিদ (৮০) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
শনিবার (২৫ সেপ্টেম্বর) ভোর ৫টার দিকে উপজেলার সৈয়দপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের খালপাড় এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত বৃদ্ধ আব্দুর রশিদ ওই ওয়ার্ডের মৃত ফখরুল ইসলামের ছেলে। তিনি পেশায় একজন জেলে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ভোরে আব্দুর রশিদ নদীতে মাছ শিকারের জন্য ঘর থেকে বের হন। খালপাড় নামক এলাকায় পৌঁছালে রাস্তায় ছিঁড়ে পড়ে থাকা পল্লী বিদ্যুৎ এর মূল লাইনের তারের সাথে জড়িয়ে বিদ্যুতায়িত হয়ে তার ঘটনাস্থলেই মৃত্যু হয়।

দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলার রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।