ঢাকাশনিবার , ৭ আগস্ট ২০২১
আজকের সর্বশেষ সবখবর

ননসেন্স
মোঃ সাইদুল হাসান

Admin
আগস্ট ৭, ২০২১ ১১:২৪ পূর্বাহ্ণ । ৭১ জন
Link Copied!
একাত্তর পোস্ট অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাংলাদেশ জনপদ, নিউজ ডেস্ক :-

বুভুক্ষু উদরে মুষ্টি অন্ন, যেন স্বর্গীয় সুধা,
মায়ের বুকে দুধ নেই, শিশুর পেটে ক্ষুধা?
অন্ন বস্ত্র বাসস্থান দিবি, পাতে দিবি ভাত,
লুটে নিবি! আয়তো দেখি কটা তোদের দাঁত?
করোনা ভেবে মাকে তোরা, বনে ফেলে যাস
ভাবতে গাঁ শিউরে উঠে, নরপশু পিশাচ।
লোভের কাছে বলী বিবেক, রিপুর তোরা দাস,
অসহায়দের সম্পদ লুটে, হারাম খাদ্য খাস।
নেতা সেজে উন্নয়ন কাজে, আগবাড়িয়ে যাস,
রাস্তা ভবন ব্রীজ নির্মাণে, রডের স্থলে বাঁশ।
ভাবছিস তোরা মাথায় চড়ে, রাজার শাহজাদা?
রাস্তায় নেমে সামনে দাঁড়া, ওরে হারামজাদা।
যে মাটিতে সোনা ফলে, তা করছো ছারখার,
চেটেপুটে ছাবড়া করছো ওরে-বাটপার।
লকডাউনের মধ্যে তোমার, কাজে যাওয়ার তাড়া,
অসহায় শ্রমিকদের গুনতে হচ্ছে তিন চারগুণ ভাড়া।
যাদের ঘামে সচল থাকে অর্থনীতির চাকা,
সমস্যায় ফেলে করছো কেবল, তাঁদের পকেট ফাঁকা।
উন্নয়নে দেয়া বাজেট, প্রবাসীর রেমিটেন্স
উচ্চাসনে ছড়ি নাড়াস, অথর্ব ননসেন্স।
——————–